বয়স যেন শ্রিয়া সরণের কাছে শুধুই একটি সংখ্যা। ৪৩ বছর বয়সেও তাঁর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও আভিজাত্য বারবার প্রমাণ করে দেয়, সময়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্য হারায় না, বরং নতুন রূপে ধরা দেয়। সম্প্রতি তাঁর প্রকাশ্যে আসা নতুন লুক ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে প্রশংসার জোয়ার।
এই উপস্থিতিতে শ্রিয়াকে দেখা গেছে সাদা রঙের কাঁধখোলা ফ্রক পরে। পোশাকটির সামনে হালকা গোলাপি রঙের ফুলের নকশা তাঁর রূপে এনে দিয়েছে রূপকথার আবেশ। সহজ অথচ মার্জিত এই সাজে তাঁর হাসি যেন পুরো লুকটিকে আরও মায়াবী করে তুলেছে।
পোশাকের সঙ্গে মানানসই মুক্তোর কানের দুল ও সাদা জুতো বেছে নিয়েছেন অভিনেত্রী।
মেকআপ ছিল খুবই হালকা ও স্বাভাবিক, যা তাঁর মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্যকে আরও স্পষ্ট করেছে। খোলা চুলে শ্রিয়ার লুকটি সম্পূর্ণ হয়েছে এক রাজকীয় সৌন্দর্যে।
প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে তাঁর আত্মবিশ্বাস আর নীরব আভিজাত্য। ভঙ্গিমা থেকে শুরু করে দৃষ্টিতে ছিল প্রশান্তি ও দৃঢ়তা। এই উপস্থিতির মাধ্যমে শ্রিয়া আবারও মনে করিয়ে দিলেন, প্রকৃত সৌন্দর্য কোনো ট্রেন্ডের ওপর নির্ভরশীল নয়, তা নির্ভর করে উপস্থিতি ও ব্যক্তিত্বের ওপর।
এক কথায়, শ্রিয়া সরণ শুধু একটি পোশাক পরেননি, বরং নিজের সৌন্দর্য ও সময়ের ঊর্ধ্বে থাকা ব্যক্তিত্ব দিয়ে যেন একটি রূপকথার মুহূর্তই উপহার দিলেন দর্শকদের।
ইউটি/টিএ