চাহালকে নিয়ে নানা রকমের ব্যঙ্গ-রসিকতায় ভরে গিয়েছে সমাজমাধ্যম। তির্যক মন্তব্যে বিদ্ধ হয়ে অবশেষে মুখ খুললেন চহল।
ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পরে বেতার সঞ্চালিকা মহবশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। সেই সম্পর্কও নাকি স্থায়ী হয়নি। খবর ছড়ানোর পরেই ‘বিগ বস্’ খ্যাত শেফালী বগ্গার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তার পর থেকে কটাক্ষের শিকার ক্রিকেটতারকা যুজ়বেন্দ্র চাহালে।
চাহালকে নিয়ে নানা রকমের ব্যঙ্গ-রসিকতায় ভরে গিয়েছে সমাজমাধ্যম। তির্যক মন্তব্যে বিদ্ধ হয়ে অবশেষে মুখ খুললেন চহল। ‘কিস কিসকো পেয়ার করু’ নামে কপিল শর্মার একটি ছবি মুক্তি পেয়েছিল। এক পুরুষের জীবনে একাধিক নারী নিয়ে তৈরি সেই ছবি। সেই ছবির পোস্টারেই কপিলের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে চহলের মুখ। আর তাঁর পিছনে ধনশ্রী, মহবশ ও শেফালীর মুখ। এমন একটি ‘মিম্’ দেখে মন্তব্য করা থেকে নিজেকে আটকাতে পারেননি চহল।
সেই ছবির নীচে গিয়ে চহলও রসিকতার সুরেই লেখেন, “আরে অ্যাডমিন, ২-৩ জনের নাম তো বাকি থেকে গেল। পরের বার গবেষণাটা ভাল করে করবেন।” উল্লেখ্য, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার সময় থেকে নানা জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল ধনশ্রীই নাকি প্রতারণা করেছেন এবং খোরপোশ চাইছেন। পরে ধনশ্রী দাবি করেন, আসলে চহলই সম্পর্কে প্রতারণা করেন।
তাই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। অবশেষে ২০২৫ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। বিবাহবিচ্ছেদের পরে মহবশের সঙ্গে চহলের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। একসঙ্গে তাঁদের বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তবে সম্প্রতি তাঁরা পরস্পরকে সমাজমাধ্যমে ‘আনফলো’ করেছেন। তার ঠিক কয়েক দিনের মধ্যেই এক অনুষ্ঠানে শেফালী বগ্গার সঙ্গে ক্যামেরাবন্দি হন চহল। ফের তাঁকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।
আইকে/টিকে