বলিউডে প্রবেশের পর থেকে ধীরেসুস্থে নিজের অবস্থান তৈরি করছেন জাহ্নবী কাপুর। করণ জোহরের পরামর্শ ও পরিচালনায় তিনি ‘ধড়ক’-এর মাধ্যমে অভিষেকের পর দীর্ঘ বছর ধরেই ধামা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন। তেখান থেকেই শুরু হয়েছিল তাঁর চলচ্চিত্রজীবনের এক অনন্য যাত্রা। তবে সম্প্রতি জানা গেছে, জাহ্নবী করণ জোহর এবং তাঁর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কোলেকটিভ আর্টিস্টস নেটওয়ার্কের সঙ্গে পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই পদক্ষেপ জাহ্নবীর জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। অভিষেকের পর করণ জোহরের ছায়া থেকে বেরিয়ে এসে এখন তিনি নিজে নিজের প্রজেক্ট পরিচালনা করবেন। পূর্বের সহযোগিতার মধ্যে ছিল ‘সানি সংসকরি কি তুলসী কুমার’ ও সম্প্রতি সফল ‘হোমবাউন্ড’। এই সময়ে জাহ্নবী বহুবার করণকে নিজের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেছেন।
তবে ‘হোমবাউন্ড’-এর সাফল্যের পর জাহ্নবীকে বিভিন্ন সিনেমা প্রস্তাব নিয়ে নানান প্রান্ত থেকে ডাক পাওয়া শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে প্রবেশকে তিনি গুরুত্ব দিচ্ছেন। গ্রীষ্ম ২০২৬-এ ‘পেড্ডি’-তে রাম চারনের বিপরীতে এবং ‘দেবরা ২’-এ এনটিআর-এর সঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে তিনি নতুন দিগন্তের দিকে তাকিয়ে আছেন। এই সিদ্ধান্তে স্পষ্ট হলো, তিনি এখন নিজের সৃষ্টিশীল স্বাধীনতা পেতে চান এবং চরিত্র নির্বাচনেও নিজস্ব মনোভাব প্রয়োগ করবেন।
জাহ্নবীর এই পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়, তিনি কেবল পরামর্শপ্রাপ্ত শিল্পী নয়, বরং একজন স্বাধীন তারকা হিসেবে নিজের কেরিয়ারের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। বহুভাষিক ভক্ত ও দক্ষিণী সিনেমার সম্ভাবনার সঙ্গে মিলিয়ে তিনি নিজেই এখন নিজের কাহিনী তৈরি করবেন, পর্দার অন্দরেও এবং বাহিরেও।
আইকে/টিকে