মুম্বাইয়ের রাস্তায় নজর কেড়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া। এবার তিনি সরলতা আর বিলাসিতার এক অনন্য মেলবন্ধন দেখালেন। তার হাতের গুচ্চি ডায়ানা মিনি টোট ব্যাগ, যার মূল্য প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা, শুধু একটি ফ্যাশন আইটেম নয়, এটি তার প্রধান চরিত্রের উপস্থিতি ও এলিগ্যান্সের প্রতীক।
১৯৯১ সালে প্রথম লঞ্চ করা এই ব্যাগটি প্রিন্সেস ডায়ানার সঙ্গে বিশেষভাবে যুক্ত। গুচ্চির বিখ্যাত বাঁশের হ্যান্ডেল ১৯৪৭ সাল থেকে এই ব্র্যান্ডের পরিচয় বহন করছে। প্রিমিয়াম চর্ম লেদার, প্রাচীন স্বর্ণের হার্ডওয়্যার এবং সূক্ষ্ম ডাবল জি ডিজাইন ব্যাগটিকে আরও মূল্যবান করেছে।
এবারের লুকটি সরল ও মার্জিত—ক্যাজুয়াল-চিক আউটফিটে তারা ব্যাগটিকে কেন্দ্র করে ফ্যাশনের নীরব জোর দেখালেন। লোগো বা বড়সড় প্রচার নয়, ব্যাগের মধ্যেই তার স্টাইলের শক্তি ফুটে উঠেছে।
ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করছেন, তারা প্রমাণ করেছেন, ফ্যাশন হেডলাইন তৈরি করতে বড়ো সিকোয়েন্স বা পাপারাজ্জি পোজের দরকার নেই। গুচ্চি ডায়ানা মিনি ব্যাগের মাধ্যমে তিনি নিজের প্রধান চরিত্রের ফ্যাশন যুগে প্রবেশ করেছেন এবং তা দর্শকের চোখে পড়ার মত হয়েছে।
ইউটি/টিএ