চলতি মাসের ২৩ তারিখ ‘কালিপটকা’ মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখার্জির। এতে অন্যরকম লুকে চমকে দিয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তবে সব সময় ভিন্ন চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন স্বস্তিকা। ব্যক্তিগত জীবনেও তিনি অনেকের থেকে একদম আলাদা।
অভিনেত্রী তার জীবন নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন। অকপটে কথা বলাই যেন তার স্বভাব। ব্যক্তিগত জীবনের একাধিক সম্পর্কের কথা নিজ মুখেই বলেছেন তিনি।
একসময় একাধিক তারকার সঙ্গে জড়িয়েছে অভিনেত্রীর নাম। এই মুহূর্তে স্বস্তিকা কি সিঙ্গেল, নাকি আবার নতুন ভালোবাসায় জড়িয়েছেন? সম্প্রতি দ্য ওয়ালকে দেয়া সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে অকপট হলেন অভিনেত্রী।
স্বস্তিকা বলেন, ‘এখন শীতের মৌসুম, প্রেমের মৌসুম, আমি কেন প্রেমবিহীন জীবন কাটাব? তবে এখন আমি খুব চালাক হয়ে গেছি, কেউ ধরতে পারবে না আমি কার সঙ্গে প্রেম করছি। আর প্রেম যে একজনের সঙ্গে করতে হবে তা তো নয়, দু তিনজনের সঙ্গে প্রেম করাই যায়।’
দু তিনজনের সঙ্গে প্রেম করছেন স্বস্তিকা, তাহলে কি তাদের নামও বলে দিলেন তিনি? না, এক্ষেত্রেও বড্ড সাবধানী অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এখন একসঙ্গে তিন চারজনের সঙ্গে বের হই তাই কেউ বুঝতে পারে না আমি কার সঙ্গে প্রেম করছি। আর যেহেতু আমি ভীষণ ব্যস্ত মানুষ তাই আমি যখন ফাঁকা হই তখন আমার সঙ্গে যার সময় মিলে তার সঙ্গেই আমি বেরিয়ে পড়ি।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘প্রেম মানেই যে তার সঙ্গে সারাজীবন থাকতে হবে তা তো নয়। একটা বন্ধুত্বপূর্ণ প্রেম করাই যায়। এতে মন ভাল থাকে। তবে আমি কার সঙ্গে প্রেম করছি সেটা কেউ জানতে পারবে না।’
তবে প্রেমিকদের নাম না বললেও স্বস্তিকার নতুন ক্রাশ যে অনির্বাণ চক্রবর্তী তা কিন্তু বারবার স্বীকার করেছেন অভিনেত্রী। গত বছরেই অনির্বাণের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বস্তিকা তারপরেই পরপর দুটি প্রোজেক্টে অনির্বাণের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন অভিনেত্রী।
এমআই/টিএ