নোয়াখালী-১ আসনে ঘরে ঘরে ধানের শীষের রঙিন লিফলেট বিতরণ করছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও তার লোকজন। এতে দলীয় প্রধান ছাড়াও প্রতিষ্ঠাতাসহ একাধিক ছবি ব্যবহার করলেও প্রশাসনের নীরব থাকার অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ জানুয়ারি) ওই আসনের চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপির কর্মীদেরকে উভয় পৃষ্ঠা চার রঙের ধানের শীষের লিফলেট বিতরণ ও রঙিন স্টিকার বিভিন্ন ঘরের দেওয়ালে সাঁটাতে দেখা গেছে।
লিফলেট ও স্টিকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ছাড়াও জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবিও ব্যবহার করা হয়েছে।
এছাড়া জাতীয় নির্বাচনের আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও লিফলেট ও স্টিকারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, সংখ্যা ও তারিখ কিছুই উল্লেখ করা হয়নি। গত ৯ দিনে এসব লিফলেট ও স্টিকার চাটখিল ও সোনাইমুড়ী এলাকার বিভিন্নস্থানে ছড়িয়ে পড়েছে।
অথচ, নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার ৭ (ঙ) নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় ব্যবহৃতব্য ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন সাদা-কালো রঙের হবে এবং ৭(চ)-তে বলা আছে, এ সব প্রচারণায় প্রার্থী ও দলের বর্তমান প্রধান ব্যতীত অন্য কারো ছবি ছাপানো যাবে না।
এ ছাড়া ৭(ঝ)-তে উল্লেখ আছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম দেশের এক গণমাধ্যমকে বলেন, নির্বাচনে কি করা যাবে- কি করা যাবে না সবই স্পষ্টভাবে উল্লেখ আছে। সেটি যদি কেউ না মানে সংশ্লিষ্ট প্রার্থী বা তার এজেন্ট যারা আছে আমরা তাদের নজরে আনবো এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এবি/টিএ