নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কার সৃষ্টি, রোহিঙ্গা ক্যাম্পে কঠোর নজরদারি

ক্যাম্পের কাঁটাতারের বেষ্টনী বা চেকপোষ্ট ফাঁকি দিয়ে রোহিঙ্গারা বাইরে আসার প্রবনতা রোধ করতে না পারায় আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কার সৃষ্টি হচ্ছে। এমনিতে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সংঘাতে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে বিপথগামী রোহিঙ্গাদের নির্বাচনে ব্যবহারের চেষ্টা। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসা ঠেকানোর দাবি তুলেছেন স্থানীয়রা।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প; আশ্রিত রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য দেয়া হয়েছিল কাঁটাতারের বেষ্টনী। কিন্তু এসব বেষ্টনীর বেহাল অবস্থা। অনেক স্থানে কাঁটাতারের চিহ্নও নেই। যার কারণে রোহিঙ্গারা অবাধে লোকালয়ে যাতায়াত করছে। আর ক্যাম্পে যেসব সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, সেগুলোর কোনো অস্তিত্ব’ই নেই বললে চলে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অবাধে বের হচ্ছে রোহিঙ্গারা। জনপ্রতিনিধি ও রোহিঙ্গা কমিউনিটির নেতাদের দাবি-নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারে শঙ্কা রয়েছে।

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, বর্তমানে দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা অবাধে ক্যাম্প এলাকা ত্যাগ করে বাইরে চলাচল করছে। ক্যাম্পের নির্ধারিত চেকপোস্ট থাকা সত্ত্বেও তারা সহজেই বের হয়ে যাচ্ছে, যা একটি উদ্বেগজনক বিষয়। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অনিয়ন্ত্রিত চলাচল নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সরকার যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং রোহিঙ্গারা যাতে ক্যাম্পের মধ্যেই অবস্থান করে-সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও তদারকি জোরদার করে-এটাই আমাদের জোর দাবি।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ- নির্বাচন না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে যেন স্থানীয় প্রবেশ করতে না পারে। একই সঙ্গে রোহিঙ্গারাও যাতে ক্যাম্পে ছেড়ে বাইরে যেতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করার।

এদিকে শঙ্কার বিষয়টি মাথায় রেখে কক্সবাজারের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও কঠোর অবস্থানে। পুলিশ ও এপিবিএন বলছে, নির্বাচনকালীন সময়ে ক্যাম্প থেকে কোনো রোহিঙ্গাকেই লোকালয়ে বের হওয়ার সুযোগ দেওয়া হবে না।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলব বিশ্বাস বলেন, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি, তা মোকাবিলায় ক্যাম্পগুলোকে এক ধরনের ‘সিলগালা’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলগালা বলতে বোঝানো হচ্ছে-জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিশেষ করে নির্বাচনের নিকটবর্তী সময়ে ও নির্বাচনকালীন সময়ে, রোহিঙ্গারা যেন কোনোভাবেই ক্যাম্পের বাইরে বের হতে না পারে।

এ লক্ষ্যে এপিবিএনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে বাস্তবতায় দেখা যাচ্ছে, ক্যাম্পের চারপাশে থাকা কাটাতারের বিভিন্ন স্থানে ফাঁক থাকায় সেসব পথ ব্যবহার করে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ ও বের হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় যাতে কোনো রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বের হতে না পারে, সে বিষয়ে এপিবিএনকে বিশেষ ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, যেসব রোহিঙ্গা ইতিমধ্যে ক্যাম্পের বাইরে অবস্থান করছে বলে আমাদের ধারণা রয়েছে, তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অলক বিশ্বাস বলেন, এসব অভিযানের মাধ্যমে যারা বাসা ভাড়া দিয়ে বা অন্য কোথাও অবস্থান করছে, তাদের শনাক্ত করে পুনরায় ক্যাম্পে ফিরিয়ে আনা হবে। এর উদ্দেশ্য হলো-নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী যেন রোহিঙ্গাদের কোনো ধরনের বিপজ্জনক বা অনৈতিক কাজে ব্যবহার করতে না পারে।

উখিয়াস্থ ৮ এপিবিএনের অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রাজনীতিবিদদের স্পষ্ট কমিটমেন্ট থাকতে হবে যে তারা কোনোভাবেই অন্য দেশের নাগরিকদের রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না। আমাদের পক্ষ থেকে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যাতে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বের হয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে। তারা এ দেশের নাগরিক বা ভোটার নয়, তাই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের কোনো বৈধ সুযোগ তাদের নেই। এ বিষয়ে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভ্যন্তরীণ টহল ও চেকপোস্ট কার্যক্রম ইতোমধ্যে আরও জোরদার করা হয়েছে।

আর কোনো রোহিঙ্গা ক্যাম্পে ছেড়ে বাইরে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা অংশ নেয় তাদের কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, গত এক মাস ধরে ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত আমাদের অফিসার ও ক্যাম্প ইনচার্জদের নিয়মিতভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। তারা রোহিঙ্গা কমিউনিটির মাঝি, ইমাম ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে আমাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

মো. মিজানুর রহমান আরও বলেন, নির্দেশনা অনুযায়ী-বাংলাদেশের জাতীয় নির্বাচনে রোহিঙ্গাদের যেকোনো ধরনের অংশগ্রহণ সম্পূর্ণভাবে বেআইনি। কোনো রোহিঙ্গা যদি নির্বাচনী প্রচারণা, মিছিল, সভা বা এ ধরনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে, তাহলে তার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনা ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি, রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলবে।

বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : সালাহউদ্দিন আহমদ Jan 31, 2026
img
হাতে সময় মাত্র ২৬ দিন, বিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জনে রশ্মিকা! Jan 31, 2026
img
একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইছে : মির্জা আব্বাস Jan 31, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা Jan 31, 2026
img
দীর্ঘ ৭ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের Jan 31, 2026
সবরের অপব্যবহার করে যারা | ইসলামিক জ্ঞান Jan 31, 2026
কুমিল্লা নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ চাকরি মেলা Jan 31, 2026
img
সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আরও একটি ম্যাচ আমেরিকান ফুটবলের Jan 31, 2026
img
খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত : আমীর খসরু Jan 31, 2026
img

খামেনির উপদেষ্টার হুঁশিয়ারি

ইরানে কোনো হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে Jan 31, 2026
পডকাস্টে নিজের গল্প বললেন ফারিয়া Jan 31, 2026
img
সিনেমা না, ওটিটি দিয়েই মিলল জাতীয় পুরস্কার Jan 31, 2026
img
‘পরিণীতা’ রূপে বিদ্যা নন, কেন প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া? Jan 31, 2026
সাহসী চরিত্রে সারা, বাবা-মায়ের চোখে জল Jan 31, 2026
যে চরিত্র বিদ্যাকে রাতারাতি তারকা বানায় Jan 31, 2026
img
২৭ ফেব্রুয়ারি ফের বড় পর্দায় দেখা যাবে সালমানের ‘তেরে নাম’ Jan 31, 2026
img
অবশেষে প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ খামেনি Jan 31, 2026
img
দেশের ‘মাস্টার’ নিয়ে নেদারল্যান্ডসে উড়াল দিলেন দুই নায়িকা! Jan 31, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি জোট মনোনীত প্রার্থীর টাকা বিতরণের ভি‌ডিও ভাইরাল Jan 31, 2026
img
জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত Jan 31, 2026