নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম উপহার দিয়েছেন এক নারী ভোটার। একই সময় আরেকজন ভোটার দীর্ঘদিন ধরে টাকা জমানো মাটির ব্যাংকটি তার হাতে তুলে দেন। ঘটনাটি উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
এর আগের নির্বাচনেও ভোটারদের পক্ষ থেকে এমন প্রতীকী উপহার ও ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুরে এক নির্বাচনী পথসভায় ভোটাররা এ উপহার প্রার্থীর হাতে তুলে দেন। তবে এই ডিম ও মাটির ব্যাংক প্রার্থীর জন্য শুভেচ্ছা এবং নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক হিসেবে তিনি দিয়েছেন বলে জানান ভোটাররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে ওই নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিমের একটি ব্যাগ মহাসচিব স্যারের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার নিজের মাটির ব্যাংকটি উপহার দেন। এ সময় আশপাশে থাকা মানুষজনের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এমন উপহার স্যারকে দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগের নির্বাচনের সময়ও আলমগীর স্যারকে ভোটাররা নানা ধরনের ব্যতিক্রমী এবং অনন্য উপহার দিয়েছিলেন। এসব ঘটনা শুধু নির্বাচনী প্রচারণার পরিবেশকে মানবিক ও রঙিন করে তোলে না, বরং প্রার্থী এবং ভোটারের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তোলে।
পিএ/টিকে