প্রযুক্তির কল্যাণে চোখের ইশারায় ছবি আঁকছেন ইজেকিয়েল

লন্ডনে বসবাসরত শিল্পী সারা ইজেকিয়েল তার আঁকা ছবিতে জীবনযাপনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। তবে আর দশজন ছবি আঁকিয়ের মতো হাতে রং-তুলি নিয়ে ছবি আঁকতে পারেন না তিনি। প্রযুক্তির কল্যাণে এই কাজটি করছেন চোখের ইশারায়।

অসুস্থতার কারণে হাত নাড়াতে পারেন না ইজেকিয়েল, তাই ছবি আঁকতে প্রয়োজন এই বিশেষ প্রযুক্তির। তার চোখের নড়াচড়া থেকে প্রযুক্তির কল্যাণে নির্দেশ পৌঁছে যায় কম্পিউটারে, এভাবেই ছবি আঁকেন তিনি।

মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে জীবনের উপর সকল আশা হারিয়ে ফেলতে বসেছিলেন ইজেকিয়েলের। এই আই ট্র্যাকিং প্রযুক্তির কল্যাণে আবারো তিনি তার শৈল্পিক ভাবনার প্রকাশ ঘটাতে পারছেন, আশাবাদী হয়ে উঠেছেন। 

৩৪ বছর বয়স অবধি তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। কিন্তু ২০০০ সালে দ্বিতীয় সন্তান যখন তার গর্ভে ছিল তখন হঠাৎ করেই এই রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে।

কথা জড়িয়ে আসতে থাকে তার, হাত ক্রমশ অবশ হয়ে যেতে থাকে। চিকিৎসা করেও তেমন কোন উন্নতি হয়নি, কারণ এখন পর্যন্ত মোটর নিউরন ডিজিজের কার্যকর কোন চিকিৎসা নেই।

এ বিষয়ে ইজেকিয়েল বলেন, “আমি সন্তানদের দেখাশুনা করতাম, রান্না করতাম, ঘর পরিষ্কার করতাম এবং নিয়মিত জিমে যেতাম। কিন্তু অসুস্থ হবার পর থেকে আমি খুব নিঃসঙ্গ অনুভব করতে থাকি, তবে প্রযুক্তি আমার জীবনকে আবারো মূল্যবান করে তুলেছে।”

টোবি ডাইনাভক্সের তৈরি “আই গ্যাজ” নামের একটি বিশেষ সিস্টেম ব্যবহার করেন ইজেকিয়েল। আই গ্যাজ প্রযুক্তিটি স্বাভাবিকভাবে যোগাযোগে অক্ষম লোকদের যোগাযোগ করতে সহায়তা করে।

এর প্রযুক্তিটি প্রজেক্টর, ক্যামেরা এবং অ্যালগরিদম ব্যবহার করে ব্যবহারকারীর চোখের মনির গতিবিধি ট্র্যাক করে এবং এর মাধ্যমে স্ক্রিনের কার্সার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ফলে ব্যবহারকারী চাইলে চোখের ইশারাতে কার্সার নিয়ন্ত্রণের মাধ্যমে ছবি আঁকতে পারেন। ‘আই গ্যাজ’ বাজারে বিদ্যমান অনেকগুলো যোগাযোগ সহায়ক প্রযুক্তির মধ্যে একটি।

‘পিসফুল ওয়ারিয়র’

ইজেকিয়েল, তরুণ বয়সে আর্ট নিয়ে পড়াশোনা করেছিলেন। ২০১২ সালে আই গ্যাজ ডিভাইসটি ব্যবহার করে চিত্রাঙ্কন শুরু করেন, তার প্রথম শিল্পকর্ম “পিসফুল ওয়ারিয়র”। তার বিভিন্ন কাজ যুক্তরাজ্য জুড়ে এবং কাতারে প্রদর্শিত হয়েছে।

তিনি বলেন, “যখন আমি ছবি আঁকি, আমি সম্পূর্ণরূপে আমার কাজে মনোনিবেশ করি। আমার সমস্ত সমস্যা তখন অদৃশ্য হয়ে যায়। আমার চোখের দৃষ্টিতে করা কাজগুলো আমার হাতের কাজগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ।”

ইজেকিয়েল আরো বলেন, “আমি বছরের পর বছর ধরে যা করতে পারিনি এই দুর্দান্ত প্রযুক্তিটি তা আবারো সম্ভব করে তুলেছে। প্রযুক্তি নির্ভর শিল্পী হিসেবে জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।”

উল্লেখ্য, প্রয়াত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মোটর নিউরন ডিজিজে আক্রান্ত ছিলেন। তিনি তার তার চশমাতে লাগানো ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে যোগাযোগ সফটওয়্যার নিয়ন্ত্রণ করতে পারতেন।

তথ্যসূত্র: সিএনএন।

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ

img
দার্শনিক ডেভিড হিউমের সমাধি ভাঙচুর করে আঁকা হলো শয়তানের সংকেত Jan 31, 2026
img
হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ জানাল ধর্ম মন্ত্রণালয় Jan 31, 2026
img
এমন স্বামী পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয় : শবনম ফারিয়া Jan 31, 2026
img
৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছেন আসন্ন নির্বাচনে Jan 31, 2026
img
আবারও বাড়ল অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা Jan 31, 2026
img
নাম্বার ওয়ানকে হারিয়ে প্রথমবার ‘অস্ট্রেলিয়ান ওপেন’ জিতলেন রিবাকিনা Jan 31, 2026
img
সদস্য রাষ্ট্রগুলো নিয়মিত ফি না দেওয়ায় 'আর্থিক বিপর্যয়ের মুখে' জাতিসংঘ: গুতেরেস Jan 31, 2026
img
গান্ধী বেঁচে থাকলে মুসলিম তাড়ানোর পক্ষেই থাকতেন: আসামের মুখ্যমন্ত্রী Jan 31, 2026
img
ভেনেজুয়েলায় সব রাজনৈতিক বন্দিদের সাধারণ ক্ষমা করলেন প্রেসিডেন্ট রদ্রিগেজ Jan 31, 2026
img
শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহারের অভিযোগে বিএনপি জোটের প্রার্থীকে জরিমানা Jan 31, 2026
img
বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের Jan 31, 2026
img
শাকিবকে নিয়ে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস Jan 31, 2026
img

নোয়াখালী-১

নির্বাচন বিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর রঙিন লিফলেট বিতরণ Jan 31, 2026
img
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে সুখবর Jan 31, 2026
img

কুমিল্লায় নাহিদ ইসলাম

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা-হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে Jan 31, 2026
img
কিউবায় জরুরি অবস্থা ঘোষণা Jan 31, 2026
img
দল থেকে বহিষ্কার ছাত্রদলের ৪ নেতা Jan 31, 2026
img
ব্যক্তি পর্যায়ে জাকাত আদায় করায় এর গুরুত্ব অনেক কমে যায় : ধর্ম উপদেষ্টা Jan 31, 2026
img
চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহারের দাবিতে সর্বমিত্র চাকমার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ Jan 31, 2026
img
অষ্ট্রেলিয়ার ছোট্ট শহর ‘লিকোলা’, বিক্রি হবে মাত্র পাঁচজনের এই শহর Jan 31, 2026