দীর্ঘ ২২ বছর পর আবারও সেরা অভিনেতার অস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো অস্কার জিতেছিলেন ব্রডি।
পুরস্কার গ্রহণের পর ব্রডি বলেন,"যুদ্ধ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ—এসবের প্রতিনিধিত্ব করতেই আমি আবার এখানে। আমি চাই, আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি। অতীত আমাদের শেখায় যে ঘৃণা দিয়ে কিছু হয় না।"
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য ব্রুটালিস্ট’ মূলত হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির সংগ্রামের কাহিনি। সিনেমাটি প্রথম আলোচনায় আসে ভেনিস চলচ্চিত্র উৎসবে, এরপর ২০ ডিসেম্বর এটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়।
এবারের অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ সেরা সিনেমা, সেরা নির্মাতা ও সেরা অভিনেতাসহ ১০টি ক্যাটাগরিতে মনোনয়ন পায়। এর মধ্যে সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন করবেট।
ব্রডির এই জয় শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, বরং ইতিহাস, মানবতা ও শিল্পের প্রতি এক গভীর শ্রদ্ধার প্রতিফলন।