মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘আনোরা’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন।
সিনেমার গল্পে দেখা যায়, এক কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে প্রেমে পড়ে এক স্ট্রিপ ড্যান্সারের। দুজন বিয়ে করলেও সেই গ্যাংস্টার এই সম্পর্ক মেনে নেয় না, আর সেখান থেকেই শুরু হয় টানাপোড়েন। পরিচালক শন বেকার নিম্নবিত্ত মানুষের বাস্তবতা ও স্বপ্নের দ্বন্দ্বকে তুলে এনেছেন এই ছবিতে।
গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করে ‘আনোরা’, যা অনেককেই চমকে দিয়েছিল। এবার অস্কারের সেরা অভিনেত্রী বিভাগেও বাজিমাত করলেন মাইকি ম্যাডিসন।
ম্যাডিসনের এই অর্জন তরুণ অভিনেত্রীদের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।