জাগুয়ার ল্যান্ড রোভার যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি সাময়িকভাবে বন্ধ করল

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাজ্যভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের প্রভাব ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের পর যুক্তরাষ্ট্রই যুক্তরাজ্যের গাড়ির দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য।

কোভেন্ট্রি ভিত্তিক এই কোম্পানির মুখপাত্র জানান, তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি পদক্ষেপ হিসেবে এপ্রিল মাসে গাড়ি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ১২ মাসে যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানির পরিমাণ ছিল ৮.৩ বিলিয়ন পাউন্ড, যা দেশটির রপ্তানি তালিকায় শীর্ষে।

আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রে গাড়ির যন্ত্রাংশের ওপরও শুল্ক আরোপ করা হবে। অন্যান্য ব্রিটিশ পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনাও রয়েছে, যদিও কিছু দেশের পণ্যে আরও বেশি হারে শুল্ক আরোপ হয়েছে।

নতুন বাণিজ্যনীতির কারণে বিশ্ব শেয়ারবাজারে ব্যাপক পতন হয়েছে। লন্ডনের FTSE 100 সূচক ৪.৯ শতাংশ কমেছে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ উপায়ে এর জবাব দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই।

স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনে আলোচনায় একমত হয়েছেন—বাণিজ্যযুদ্ধ কারো জন্যই ভালো নয়, তবে প্রয়োজনে সব বিকল্প খোলা থাকবে।

বৃহস্পতিবার স্টারমার সতর্ক করে বলেন, বৈশ্বিক অর্থনীতি এখন নতুন বাস্তবতায় প্রবেশ করেছে, যার স্পষ্ট প্রভাব যুক্তরাজ্যের অর্থনীতিতেও পড়বে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইশরাকের মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ Apr 29, 2025
img
টাঙ্গাইল এলজিইডিতে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা Apr 29, 2025
সারজিসের চ্যালেঞ্জের জবাবে চা/ঞ্চ'ল্যকর তথ্য ফাঁ/স করলেন রাশেদ Apr 29, 2025
img
করিডর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় : সালাহউদ্দিন Apr 29, 2025
কিসের ভিত্তিতে পদক পেল পুলিশ কর্মকর্তা Apr 29, 2025
চীনের বিমানঘাঁটিতে ট্রাম্পের অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন Apr 29, 2025
আপনি কি তেলাপোকার ফ্যাক্টরি দিছেন? হোটেল মালিককে ভোক্তার কর্মকর্তা Apr 29, 2025
অভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ করে যা বললেন ছাত্রদল নেতা আমান Apr 29, 2025
শেখ হাসিনার মেয়ের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ Apr 29, 2025
img
বিরল প্রজাতির শকুন উদ্ধার Apr 29, 2025