জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার শিক্ষা হয়ে থাকবে, বলছে বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ সফরকারী দলটি টেস্ট ক্রিকেটে জয়হীন ছিল গেল ৪ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের হিসাবটা আসলে সেই সময়টা ৭ বছরের মতো। সে কারণে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারের কথা হয়তো কল্পনাও করেনি নাজমুল হোসেন শান্ত’র দল। তাই তো এমন হারকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কিছুটা কষ্টদায়ক কারণ আমরা আমাদের দলটা যেভাবে, যেখানে দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সঙ্গে এই ফলটা একেবারই মেলেনি। যা খুবই দুঃখজনক।’

সিলেটের এবারের কন্ডিশন পরিচিত না হলেও অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশা করেছে ফাহিমকে, ‘আমরা চেষ্টা করেছি এমন সব কন্ডিশনে খেলাতে যে কন্ডিশনটা আমাদের পক্ষে থাকবে এমন না, যেখানে খেললে আমাদের আইসিসি ইভেন্টসহ বাইরে ভালো খেলতে পারব। সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা যে খেলাটা খেলেছি, কন্ডিশন হয়তো আমাদের মতো ছিল না। কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞ, কোয়ালিটি খেলোয়াড় তাদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম। নিশ্চিতভাবে যে ফলটা হয়েছে মোটেও সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে।’

প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ফাহিমের, ‘আশা করব এই জায়গা থেকে আমরা ফিরে আসব। আমাদের ফিরে আসতেই হবে। আমাদের ক্যাপাসিটি কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ। খেলোয়াড়দেরও অনুভব করতে হবে তারা নিজেদের নিয়ে কীভাবে এবং কী স্বপ্ন দেখে। জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, দিনশেষে দলটা তাদের। তাদের সে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি এটা একটা বড় শিক্ষা হয়ে থাকবে, শুধু খেলোয়াড় না আমাদের সবার জন্য।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে উড়াল দেবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) হবে ম্যাচটি।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইল এলজিইডিতে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা Apr 29, 2025
সারজিসের চ্যালেঞ্জের জবাবে চা/ঞ্চ'ল্যকর তথ্য ফাঁ/স করলেন রাশেদ Apr 29, 2025
img
করিডর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় : সালাহউদ্দিন Apr 29, 2025
কিসের ভিত্তিতে পদক পেল পুলিশ কর্মকর্তা Apr 29, 2025
চীনের বিমানঘাঁটিতে ট্রাম্পের অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন Apr 29, 2025
আপনি কি তেলাপোকার ফ্যাক্টরি দিছেন? হোটেল মালিককে ভোক্তার কর্মকর্তা Apr 29, 2025
অভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ করে যা বললেন ছাত্রদল নেতা আমান Apr 29, 2025
শেখ হাসিনার মেয়ের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ Apr 29, 2025
img
বিরল প্রজাতির শকুন উদ্ধার Apr 29, 2025
img
পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম Apr 29, 2025