দলবদলের রেকর্ড: এবার জনতা পার্টিতে সাবেক এমপি আবু জাফর

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর বারবার দল পরিবর্তনের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে ‘দলবদলকারী রাজনীতিক’ হিসেবে পরিচিতি পেয়েছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম) ছাড়িয়ে জনতা পার্টি বাংলাদেশে যোগ দিয়েছেন। এ নিয়ে তিনি আটবার দল পরিবর্তন করলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন জনতা পার্টি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শাহ মোহাম্মদ আবু জাফর। তাকে পার্টির উপদেষ্টা পদ দেওয়া হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ ছেড়ে বিএনএম-এ যোগ দেন এবং নোঙর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু তিনি বিপুল ভোটে পরাজিত হন, এমনকি জামানত বাজেয়াপ্ত হয়।

এক সময়ের বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত শাহ জাফর আওয়ামী লীগ দিয়ে রাজনীতি শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে একে একে বাকশাল, জাতীয় পার্টি, বিএনপি, বিএনএমসহ একাধিক দলে যোগ দিয়েছেন।

১৯৭৯ ও ১৯৮৬ সালে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন তিনি। পরে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালের বিতর্কিত নির্বাচনেও এমপি হন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এরপর যোগ দেন নাজিউর রহমানের জাতীয় পার্টিতে, এবং ২০০১ সালের নির্বাচনে ধানের শীষে নির্বাচন করে পরাজিত হন।

২০০৫ সালে বিএনপির প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে আবারও সংসদে যান। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। কিন্তু ২০২৩ সালে বিএনপিও ছেড়ে দেন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম)-এ যোগ দেন।

নতুন করে জনতা পার্টিতে যোগদানের খবরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সারওয়ার বলেন, “জাতীয় নাগরিক পার্টি যখন ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে, তখন এমন নেতাদের পুনর্বাসন সত্যিই বিস্ময়কর।”

দলবদলের রাজনীতিতে শাহ মোহাম্মদ আবু জাফরের এই যাত্রা রাজনৈতিক নীতির প্রশ্নে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।



এসএস

Share this news on:

সর্বশেষ

img
স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, স্থগিত হতে পারে বার্সা-ইন্টার ম্যাচ Apr 29, 2025
img
ইরেশ যাকেরের মামলা নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর Apr 29, 2025
img
পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি, ভারতের সঙ্গে উত্তেজনা Apr 29, 2025
img
ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার Apr 29, 2025
img
ফ্রিতে খেলা দেখানোর ঘোষণার পরও দর্শক নেই চট্টগ্রামে Apr 29, 2025
img
অত্যাচারীর হাত থেকে আল্লাহর কাছে আশ্রয়ের দোয়া Apr 29, 2025
img
আশুলিয়ায় ব্রিজের নিচে মিলল অজ্ঞাত মরদেহ Apr 29, 2025
img
সুর চুরির অভিযোগে এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা Apr 29, 2025
img
হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার, মিলল প্রতিপক্ষের বাড়ির পেছনে Apr 29, 2025
img
ইউআইইউ বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ প্রকাশ Apr 29, 2025