কোয়েলের প্রত্যাখ্যান ভাগ্যের মোড় ঘুরিয়েছিল কঙ্গনার

বর্তমানে টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী তিনি। বাংলার সব দর্শক তাকে পছন্দ করেন তার অভিনয় এবং সেই সঙ্গে ব্যক্তিগত জীবনের কারণে। তিনিই টলিউডের একমাত্র নায়িকা যার ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করার সাহস হয়নি কারও। রঞ্জিত মল্লিকের মেয়ে বলে নয়, কোয়েল মল্লিক তার নিজের গুণে বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

জিতের ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে টলিউডের পর্দায় পা রেখেছিলেন কোয়েল। তবে জানেন কি তার কাছে বলিউড থেকেও প্রস্তাব এসেছিল? টলিউডে পা রাখার পর কোয়েলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি একের পর এক কাজের সুযোগ পেয়েছেন। তার জনপ্রিয়তা দিন প্রতিদিন বেড়েছে। কোয়েলের কথা বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

কোয়েল চাইলে এতদিনে বলিউডেরও একজন নামী সুপারস্টার হতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। কোটি টাকার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কোয়েলের কারণেই আজ বলিউডের সুপারস্টার হয়েছেন কঙ্গনা রানাওয়াত। বলিউডে কোয়েলের ছেড়ে দেওয়া ছবি করেই কঙ্গনা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পেরেছিলেন।

এখানে যে ছবির কথা বলা হচ্ছে সেই ছবিটি ছিল ‘গ্যাংস্টার’। ছবির নির্মাতারা কোয়েলকেই এই ছবির নায়িকা হিসেবে ভেবেছিলেন। কোয়েলের কাছে যখন প্রস্তাব নিয়ে আসা হয় তখন তিনি তা প্রত্যাখ্যান করেন এই কারণে যে ছবিতে বেশ কিছু চুম্বন দৃশ্য এবং ন;গ্ন দৃশ্য রয়েছে। ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে তার আপত্তি রয়েছে বরাবরের। বলিউডের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

কোয়েল টাকার লোভে না পড়ে সরাসরিই ছবি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আর সেই ছবিতে অভিনয় করেই বলিউডে পা রাখেন কঙ্গনা। কোয়েলের ছবি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। টলিউড হোক বা বলিউড, কোয়েল কখনও পর্দাতে তার শালীনতার মাত্রা ছাড়াতে চাননি। এই নিয়ে তার কখনও আফসোস ছিল না।

‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেই ফিল্মফেয়ারে সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছিলেন কঙ্গনা। আর কোয়েল বাংলাতে থেকেই টলিউড নায়িকা হিসেবে একের পর এক বাংলা ছবিতে কাজ করে গিয়েছেন। সিনেমা জগতের তারকাদের জীবন নিয়ে বিতর্ক লেগেই থাকে। কিন্তু কোয়েল তাদের মধ্যে ব্যতিক্রম।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে বঞ্চিত ছিলাম, আবার সুযোগ পেয়েছি : মির্জা ফখরুল Apr 30, 2025
img
পাকিস্তানে সেনা অভিযানে প্রাণ গেল ১০ সন্ত্রাসীর Apr 30, 2025
img
আল্লাহ সব দেখছেন তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র Apr 30, 2025
img
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করবেন অর্থ উপদেষ্টা Apr 30, 2025
img
৬৭ বছরেও সিঙ্গেল সালমান, এবার পাত্রী খুঁজে দিলেন ভক্তরা! Apr 30, 2025
img
জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় দাস Apr 30, 2025
বাংলাদেশি কোম্পানির মাধ্যমে অপারেশন করতে হবে Apr 30, 2025
img
টেস্টে সাকিবকে ছাড়িয়ে গেলেন মিরাজ Apr 30, 2025
img
স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন Apr 30, 2025
img
হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক Apr 30, 2025