ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। বলিউডের সেরা অভিনেত্রীদের কাতারে নিজেকে নিয়ে গেছেন আগেই। বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে তার জুটি হিন্দি সিনেমার ইতিহাসে আইকনিক হিসেবেই বিবেচিত। তবে একটা সময় পারিবারিক ব্যস্ততার কারণে পর্দায় অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন কাজল।
এখনও কাজলকে নিয়মিত পর্দায় দেখা যায় না। তবে তিনি পর্দার বাইরেও নন। বিগত বছরগুলোতে বেশ কয়েকটা ভালো সিনেমায় দেখা মিলেছে অভিনেত্রীর। তবে এ বছরটা হতে যাচ্ছে কাজলের জন্য বিশেষ।
কারণ এ বছর কাজল ম্যাজিকে মাতবে পর্দা।
গেল বছরের ২৫ অক্টোবর মুক্তি পায় কাজলের‘দো পাত্তি’ সিনেমাটি। শশাংক চতুর্বেদি পরিচালিত এই ড্রামা-থ্রিলারে ইন্সপেক্টর চরিত্রে কাজলের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এ বছর আসছে কাজলের তিনটি চলচ্চিত্র।
২৭ জুন মুক্তি পাবে কাজল অভিনীত সিনেমা ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রয় প্রমুখ। এরপর মুক্তি পাবে কেওজি ইরানি পরিচালিত সিনেমা ‘সারজামিন’। এতে কাজলের সঙ্গে অভিনয়ে রয়েছেন পৃত্থিরাজ সুকুমারান, জিহান হান্ডা প্রমুখ।
এ বছরই মুক্তি পাবে কিন্তু তারিখ নির্ধারিত না হওয়া কাজল অভিনীত আরেকটি সিনেমার নাম ‘মহারানি : কুইন অব কুইন্স’।
এ সিনেমা নিয়ে কাজলভক্তদের আগ্রহ বেশি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। চরন তেজ উপলাপতি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ প্রমুখ। ধারণা করা হচ্ছে, তিনটি সিনেমার মধ্যে অন্তত দুটি সিনেমা ব্যবসাসফল হবে।
শনিবার (২৬ এপ্রিল) ৫০ বছরে পা দিয়েছেন কাজল। তবে আজও নিজের তেজ ও উজ্জ্বলতা সমানভাবে ধরে রেখেছেন এ অভিনেত্রী। বয়স তার কাছে শুধুমাত্র একটি সংখ্যা। আর এই বছরই তার তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে যেগুলো নিশ্চিতভাবেই তার ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।
এফপি/টিএ