ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৮ ১৯:১৬:১০
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতি স্থানীয় সময় ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত কার্যকর থাকবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিজয় উদযাপনের সময়ের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ‘মানবিক বিবেচনায়’ এই যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।

বিবৃতির অনুবাদে বলা হয়েছে, ‘রাশিয়া মনে করে, ইউক্রেনীয় পক্ষেরও উচিত এই উদাহরণ অনুসরণ করা।

যদি ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে রাশিয়ার সশস্ত্র বাহিনী উপযুক্ত ও কার্যকর জবাব দেবে। রাশিয়া আবারও শান্তি আলোচনায় কোনো শর্ত ছাড়া অংশ নিতে প্রস্তুতির কথা ঘোষণা করছে, যার লক্ষ্য হবে ইউক্রেন সংকটের মূল কারণগুলো দূরীকরণ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা।’

ইউক্রেন অবশ্য এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ক্রেমলিন।

তবে উভয় পক্ষই তখন লড়াই কিছুটা কমালেও শত শত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছিল একে অপরের বিরুদ্ধে।

ইউক্রেনে এর আগে ২০ বারের বেশি যুদ্ধবিরতি চেষ্টার উদ্যোগ নেওয়া হলেও সব কটিই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, অনেক সময় কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই। সবশেষ ইস্টার যুদ্ধবিরতি ছিল খুবই সীমিত পরিসরে এবং এতে মাত্র সামান্য লড়াই কমেছিল। কিন্তু উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছিল।

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যে সময়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছে, তার মধ্যে এই নতুন ঘোষণা এলো। ওয়াশিংটন দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা করানোর চেষ্টা করছে, তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হুমকি দিয়েছে, অগ্রগতি না হলে তারা আলোচনার চেষ্টা থেকে সরে আসবে।

পুতিন চাচ্ছেন, এমন একটি চিত্র তুলে ধরতে, যেখানে রাশিয়া শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক। তিনি চান, ডোনাল্ড ট্রাম্পও সেই বার্তা শুনুক, বিশেষ করে যখন ইউক্রেন ওয়াশিংটনের প্রস্তাবিত দীর্ঘমেয়াদি ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে এবং বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে মস্কোর দখলকৃত দক্ষিণের ক্রিমিয়া উপদ্বীপ। ২০২২ সালের পর থেকে সব পক্ষ মিলিয়ে কয়েক লাখ মানুষ নিহত বা আহত হয়েছে, যার মধ্যে বেশির ভাগই সেনা সদস্য।

এফপি/টিএ

সর্বশেষ


আন্তর্জাতিক এর আরও সংবাদ

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের

ভয়ংকর মিসাইলসহ সর্বশক্তি নিয়ে পাকিস্তানের পাশে চীন!

দক্ষিণ চীন সাগরে চর দখল করলো বেইজিং

পহেলগাম কাণ্ডে ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা দিল চীন

উত্তেজনার মধ্যে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সই করল ভারত

স্পেন-পর্তুগাল-ফ্রান্সে মহা বিদ্যুৎ বিপর্যয়

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

পাকিস্তান বাতিল করল যুদ্ধবিরতি চুক্তি, এলওসিতে চলছে তীব্র গোলাগুলি

পাক-আফগান সীমান্তে আবারও সংঘর্ষ, নিহত ৭১

ইয়েমেনের মার্কিন বিমান হামলা, এক রাতে নিহত ৬৮

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ায় সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘কূটনৈতিক সাফল্য’ পাকিস্তানের

সোমালিয়ায় আরব আমিরাতের সামরিক রাডার স্থাপন

ভারত এখন আতঙ্কে, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us