যুবককে তুলে নিতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীর প্রাণ গেল

জাতীয়
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৯ ০৬:০১:০৫
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মো. শাকিল (২৮) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তার ছোট ভাই শুভ (২৫)।

সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলসহ কয়েকজন রাতে গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে বসে চা খাচ্ছিলেন। তখন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা পাঁচ অস্ত্রধারী সন্ত্রাসী লাবিব নামে এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। শাকিল ও অন্যরা বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ভাই শুভকে এলোপাতাড়ি কোপায়।

স্থানীয়রা দ্রুত দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন গণমাধ্যমকে বলেন, এটা খুব নিন্দনীয় ঘটনা। আমরা তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সবাই শঙ্কিত।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকাবাসী কর্তৃক আটক তিন সন্ত্রাসীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে এবং তা উদ্ধারের চেষ্টা চলছে। নিহত শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএম

সর্বশেষ


জাতীয় এর আরও সংবাদ

বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে চিঠি, সমালোচনায় ছাত্র সংগঠন নেতা

আজ থেকে শুরু হল পুলিশ সপ্তাহ

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে আজ দ্বিতীয়

প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে অংশীজনের সঙ্গে ইসি'র বৈঠক

কুমিল্লায় বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষে গাড়ি ভাঙচুর, আহত ১০

সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদে ব্যারিস্টার মামুনকে প্রার্থী করার দাবি

চিন্তা ও উদ্ভাবনের আলোকে ভাষা-সাহিত্য সমৃদ্ধ করা যায়

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

চাকরির প্রলোভনে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বাংলাদেশে আসতে আগ্রহী চীনা টেক জায়ান্ট টেনসেন্ট

যুবককে তুলে নিতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীর প্রাণ গেল

সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

লক্ষ্মীপুরে ৩ ইটভাটা বন্ধ, মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় মাদকসেবনে বাধা দেওয়ায় তরুণের আত্মহত্যার চেষ্টা

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us