বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা, যেখানে বাতাসের মান সূচক (AQI) ১৭১—যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে সর্বশেষ আপডেট অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
অপরদিকে ১৮৬ স্কোর নিয়ে আজ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে দিল্লি, চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৩৯), তালিকায় পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে কুয়েত (১১৮) ও নেপালের কাঠমান্ডু (১১৪)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আরএ/এসএন