'হাউ সুইট'-এর বুলেট কি এবার আসছে ব্যাচেলর পয়েন্টে?

'হাউ সুইট' ওয়েব ফিল্মে বুলেট চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন নির্মাতা ইমেল হক। যদিও ইমেল পুরোদস্তুর একজন নির্মাতা তবে গত বছরের শেষভাগে রবির বিজ্ঞাপনে হাজির হয়ে জানান দিলেন তিনি মডেল, তিনি অভিনয় করতে পারেন। সাকিব ফাহাদের রবি'র পরে জয়নাল আবেদিন শিশিরের ওয়ালটন ফ্রিজের টিভিসিতেও তাকে দেখা গেল। মডেলিং ও অভিনয়ে সাবলীল- ইমেল সে অনুমানের সত্যতা জানান দিলেন।

ইমেল হক বললেন, 'আমি তো থিয়েটারের মানুষ, কিন্তু আমি শুধু নির্মাণ নিয়েই থাকতে চেয়েছিলাম। কিন্তু মাঝেমধ্যে ছোট ছোট চরিত্র বাধ্য হয়েই করতে হয়েছিল। এক যুগেরও বেশি আগে, দেশ টিভির ধারাবাহিক যাও পাখি নামের একটি নাটকে প্রথম অভিনয় করি। সেটাই আমার শুরু, একটা চরিত্রের হয়ে খারাপ গালিও দিতে হয়েছিল।

এরপর ইমরাউল রাফাতের দস্যু বনহুর ও চিরসাথীতেও অভিনয় করেছেন ইমেল হক। সম্প্রতি দেখা গেল কাজল আরেফিন অমির 'হাউ সুইট' ওয়েব ফিল্মে। এখানে তার চরিত্রের নাম বুলেট। এই চরিত্র ইমেলকে নতুন পরিচয় দিয়েছে।

এখন বাইরে চা খেতে গেলেও দর্শক বুলেট হিসেবে সম্বোধন করে কথা বলতে আসে। এমন অভিজ্ঞতার কথা জানিয়ে ইমেল বললেন, 'কদিন আগে চায়ের দোকানে বসে চা খাচ্ছি, একজন এসে বললেন, আরে বুলেট ভাই না, পাশ থেকে আরেকজন বলছেন- আরে বুলেট ভাই না, অনলি বুলেট- বেশ উপভোগ করছি এসব।'

তাহলে কি ইমেল হক অভিনয় নিয়মিত হচ্ছেন এমন প্রশ্নের জবাবে নির্মাতা বললেন, 'বিষয়টি সেভাবে ভেবে দেখিনি। অভিনয় আমি জাস্ট মজার জন্য অভিনয় করি। রবির বিজ্ঞাপনটা যখন করলাম তখন আমার মেয়ে আমাকে টেলিভিশনে দেখে পুরো বাড়ি মাতিয়ে তুললো।

সে মজা পেয়েছে। বুলেট চরিত্রটাকে দেখেছে একশোবারের বেশি, আমি বাসায় থাকলেই বলে- বাবার দুষ্ট চরিত্রটা দাও তো দেখি। মেয়ের মজা লাগছে। আমিও মজা পাচ্ছি। তবে দেখা যাক, চরিত্র পছন্দ হলে হয়তো করবো।

হাউ সুইটের বুলেটকে দেখা যেতে পারে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে। এমন একটা ইঙ্গিত রয়েছে এই নাটকে। এখানে মারজুক রাসেলের একটা সংলাপ রয়েছে, 'আমার একটা ছোট ভাই আছে কাশিমপুর কারাগারে।' তার মানে কাশিমপুর কারাগার থেকে বুলেট ঢাকাতেও আসতে পারে, এ বিষয়ে ইমেলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমি ঠিক জানি না বুলেট ঢাকায় আসবে কি না। আসতেও পারে।' তার মানে এবার ইমেল হককে ব্যাচেলর পয়েন্টে দেখা যেতে পারে।

আরআর/এসএন 

Share this news on: