বোম্বে কাঁপিয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া যে তারকারা

পহেলগামে হামলার পর থেকে ভারতজুড়ে চলছে উত্তেজনা। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে একের পর এক চুক্তি বাতিল করছে ভারত সরকার। পাশাপাশি, পুলওয়ামা হামলার সময়ের মতো আবারও পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক উঠেছে দেশটিতে। ফাওাদ খান ও হানিয়া আমিরসহ একাধিক তারকা এই তালিকায় রয়েছেন।

তবে একটা সময় ভারতীয় শোবিজে জনপ্রিয়তা লাভ করা এমন অনেক তারকাই ছিলেন যারা পাকিস্তানে জন্মেছিলেন। অভিবক্ত ভারতের এ শিল্পীরা পরে মুম্বাই এসে বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান হয়েছিলেন। তারা নিজেদের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তাদের সম্পর্কে জেনে নিন-

গুলজার: তিনি গীতিকার এবং লেখক হিসেবেই পরিচিত। তার জীবনের অনেকটা অধ্যায় কেটেছে কলকাতায়। কিন্তু গুলজারের জন্ম হয়েছিল তৎকালীন অবিভক্ত ভারতের পাকিস্তানের ডিনা এলাকায়। যদিও পরবর্তীতে এই মানুষটি একেবারেই বাঙালি হয়ে ওঠেন। তবে তিনি ভারতের অন্যতম এক গুণী শিল্পী হিসেবেই সারাবিশ্বে সমাদৃত।

দীলিপ কুমার: এ অভিনেতা ভারতীয় চলচ্চিত্রের সেই যুগের খ্যাতিমান তারকা হিসেবেই পরিচিত ছিলেন। তার আসল নাম ইউসুফ। তিনি পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। ভারতবাসীর কাছে অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন দীলিপ কুমার।

দেব আনন্দ: এ তারকাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কারণ তিনি এমন আইকিনিক সব চরিত্রে অভিনয় করেছেন, যা আজও ভারতীয় সিনেমার অনন্য সম্পদ। তার জন্মও পাকিস্তানে। কিন্তু ভারতে তার তুমুল জনপ্রিয়তা ছিল।

পাকিস্তানে জন্ম নেওয়া যে তারকারা বোম্বে কাঁপিয়েছেন
সুনীল দত্ত: অভিনেতা সঞ্জয় দত্তের বাবা, ভারতীয় সিনেমার এক নক্ষত্র বলে বিবেচিত। শুধু তাই নয়, তিনি পেশায় একজন আইনজীবি ছিলেন। তার সঙ্গে সঙ্গে অভিনয়ের অঙ্গনেও বেশ সুনাম কুড়িয়েছিলেন। তার জন্ম হয়েছিল পাকিস্তানে।

রাজ কাপুর: পাকিস্তানে আজও তার বাড়ি রয়েছে। এই পরিচালক-অভিনেতা এবং প্রযোজক ভারতীয় সিনেমার ‘দ্যা গ্রেটেস্ট শো ম্যান’ হিসেবে পরিচিত। তিনি এমন সব সিনেমা উপহার দিয়েছেন যেগুলো আজও মানুষের মনে জায়গা করে আছে। তিনি কিন্তু এদেশে এসেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
১৪ পুলিশ সুপারকে বদলি Apr 30, 2025
img
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে মোদির রাশিয়া না যাওয়ার সিদ্ধান্ত Apr 30, 2025
img
চীনে আবাসিক এলাকায় বিস্ফোরণ, আহত ১৭ Apr 30, 2025
img
নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী উদ্ধার Apr 30, 2025
img
প্রথমবার মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী Apr 30, 2025
img
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন বাবর Apr 30, 2025
img
অসুস্থ হয়ে হাসপাতালে অজিত কুমার Apr 30, 2025
img
অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা Apr 30, 2025
img
বাংলাদেশে মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন Apr 30, 2025
img
‘তাদের চাকরীর ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই’- মোস্তফা সারোয়ার ফারুকী Apr 30, 2025