চীনের উত্তরাঞ্চলে একটি আবাসিক কমপ্লেক্সে বুধবার বিস্ফোরণে অন্তত ১৭ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে। এর আগের দিনই একটি রেস্তোরাঁয় আগুনে প্রায় দুই ডজন মানুষের মৃত্যু হয়।
বিস্ফোরণটি ঘটেছে উত্তর চীনের শানশি প্রদেশের রাজধানী তাইইউয়ানের একটি আবাসিক ভবনে। শহরটি রাজধানী বেইজিং থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।
সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে ওই বিস্ফোরণের খবর পায় অগ্নিনির্বাপণ বিভাগ। এতে ১৭ জন আহত হয়, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
সিনহুয়া আরো জানায়, ‘বিস্ফোরণস্থলে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করে ঘরে ঘরে খোঁজ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এদিকে এর আগের দিন চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জন নিহত ও তিনজন আহত হয়।
এএফপি বলছে, চীনে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের প্রাণঘাতী ঘটনার সংখ্যা বেড়ে গেছে। এ মাসের শুরুতেও উত্তর চীনের হেবেই প্রদেশের একটি বৃদ্ধনিবাসে আগুন লেগে ২০ জন মারা যান। এর আগে জানুয়ারিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমের ঝাংজিয়াকো শহরের একটি সবজির বাজারে আগুনে আটজন নিহত ও ১৫ জন আহত হয়।
তারও এক মাস আগে পূর্ব চীনের রংচেং শহরের একটি নির্মাণস্থলে আগুনে মারা যায় ৯ জন।
আরএম/এসএন