পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে মোদির রাশিয়া না যাওয়ার সিদ্ধান্ত
মোজো ডেস্ক 05:01PM, Apr 30, 2025
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৯ মে অনুষ্ঠেয় এ আয়োজনে ভারতের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের স্মরণে এ দিনটি পালন করে রাশিয়া। ৮০তম বিজয় দিবস উপলক্ষে দেশটি ‘বন্ধুপ্রতীম’ দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতি থাকলেও মোদির অংশগ্রহণ থাকছে না।
সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মিরে সহিংসতা ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপড়েন মোদির সফর বাতিলের পেছনে কারণ বলে ধারণা করা হচ্ছে। গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ ঘটনায় পাকিস্তানের ‘পরোক্ষ সংশ্লিষ্টতার’ অভিযোগ তোলে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতকে হুঁশিয়ারি দিয়েছে।
উল্লেখ্য, মোদি সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে রাশিয়া সফর করেছিলেন। সে সময় তিনি প্রেসিডেন্ট পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানালেও এখনো তার সফরসূচি চূড়ান্ত হয়নি।