নর্থ সাউথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৯ জন। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন আসিফ মাহমুদ।

এর আগে গত ২৫ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ে সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেওয়ার সময় আসিফ মাহমুদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে ইএমপিজি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম জানান, “২৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ‘আসিফ মাহমুদ’ নামে একজন পরীক্ষার্থী অংশ নেন এবং পরে জানা যায়, তিনি সরকারের একজন উপদেষ্টা।”

উল্লেখ্য, নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের দক্ষতা বাড়াতে ইএমপিজি প্রোগ্রাম চালু করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এই প্রোগ্রামের মাধ্যমে পাবলিক পলিসি, প্রশাসন, নেতৃত্ব ও সুশাসনের বিষয়ে সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।


এসএস/এসএন

Share this news on: