নতুন মামলায় গ্রেফতার সালমান এফ রহমান ও আনিসুল হকসহ ৫ জন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানায় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত শুনানি শেষে তাদের গ্রেফতার দেখান।
গ্রেফতার দেখানো অপর আসামি হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ।

এর মধ্যে কদমতলী থানার এক মামলায় মামুন, আনিসুল, সালমানকে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমান, ছয় মামলায় আনিসুল, পাঁচ মামলায় মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাড্ডা থানার এক মামলায় আতিকুল ও নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করা হলেও তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না হওয়ায় তার গ্রেফতার বা রিমান্ড বিষয়ে শুনানি হয়নি।

আরএম/টিএ 


Share this news on:

সর্বশেষ