রাজধানীতে ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর বিমানবন্দর থানাধীন সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের সামনে থেকে যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান- হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও মৃত যুবকের পরিচয় জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

আরএম/টিএ

Share this news on: