খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক পথচারীর

খুলনা মহানগরীর দৌলতপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হেলাল খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা। তিনি সাহা চন্দ্রপুর জুট প্রেসে খালাসী হিসেবে কর্মরত ছিলেন।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী এটি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জিআরপি থানা পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে।

আরএম/টিএ

Share this news on: