মক্কায় ভুয়া হজ প্যাকেজ প্রচার: চার চীনা নাগরিক গ্রেফতার
মোজো ডেস্ক 04:05PM, Apr 30, 2025
সৌদি আরবের মক্কায় ভুয়া হজ প্যাকেজ প্রচারের অভিযোগে চারজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা হাজিদের জন্য মক্কায় থাকার জায়গা ও পরিবহণের ব্যবস্থা রয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতারণা করছিলেন। বুধবার (৩০ এপ্রিল) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল ওই চার চীনা নাগরিককে গ্রেফতার করেছে, যারা ভুয়া হজ ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে প্রতারিত করছিলেন।
চলতি সপ্তাহে এর আগেও একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হজ সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিচ্ছিল। এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন, পবিত্র স্থানগুলোর ভেতরে যাতায়াতের সুবিধা, অন্যের পক্ষে হজ সম্পাদনের সুযোগ, কুরবানির পশু সরবরাহ ও বিতরণ এবং হজ ব্রেসলেট বিক্রির মতো ভুয়া সেবা দেওয়ার দাবি করা হতো।
এ ধরনের প্রতারণা ঠেকাতে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি, প্রতারকদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে মক্কা পুলিশ, এবং ইতোমধ্যে অভিযানে অনেক প্রতারককে আটক করা হয়েছে।