আইপিএল ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হতাশাজনক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে ধোনির ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। এবার সেই আলোচনায় যোগ দিয়ে সাহসী মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট।
গিলক্রিস্ট বলেছেন, ধোনিকে আগামী আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলতে দেওয়া উচিত নয়।
২০২৫ আইপিএলে চেন্নাইয়ের ব্যর্থতা নিয়ে আলোচনা করতে গিয়ে গিলক্রিস্ট ফ্র্যাঞ্চাইজিটির রিটেনশন স্ট্র্যাটেজি বিশ্লেষণ করেন। তিনি একের পর এক খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে মত দেন, কিন্তু সবচেয়ে আলোচিত মন্তব্য করেন ধোনিকে নিয়ে, ‘এম এস ধোনি নিজেই জানেন তার পরবর্তী পদক্ষেপ কী। কিন্তু আমি বলব— এটা বলতে আমারও খারাপ লাগছে—চেন্নাইয়ের ভবিষ্যতের কথা ভেবে এবার হয়তো তাকে দলে রাখা উচিত নয়। আমি তোমাকে ভালোবাসি, এম এস।
গিলক্রিস্টের এই মন্তব্য এমন এক সময় সামনে এসেছে, যখন চলতি আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংস পারফরম্যান্সের দিক থেকে একেবারে তলানিতে অবস্থান করছে। ৯ ম্যাচ শেষে দলের অবস্থান পয়েন্ট টেবিলের নিচে। ধোনি যদিও এখনো দলের প্রধান মুখ, তবে বয়স ও ফর্ম নিয়ে আলোচনাও বাড়ছে তাকে নিয়ে।
ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে গিলক্রিস্ট তার বিশ্লেষণে রুতুরাজ গায়কোয়াড়কে চেন্নাই সুপার কিংসের প্রধান রিটেনশন হিসেবে রাখার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া তিনি আয়ুষ মাহাত্রে, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস এবং রবীন্দ্র জাদেজাকে আগামী দিনের দলের মূল স্তম্ভ হিসেবে দেখতে চান।
আরএম/টিএ