চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব, যা বললেন ভাই সোহেল রানা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব। কে বা কারা এই মিথ্যা খবর ছড়িয়েছে, তা স্পষ্ট না হলেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রুবেল নিজে। এবার রুবেলের বড় ভাই খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়লেন।

রুবেলের মৃত্যুর ভুয়া সংবাদ ছড়ানোয় এবার কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সোহেল রানা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন মিথ্যা তথ্য যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একাধিক ফেক আইডি থেকে ছড়ানো হয়েছে রুবেলের মৃত্যুর গুজব। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহেল রানা নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টের সঙ্গে তিনি দুই ভাইয়ের একটি স্থিরচিত্রও শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। ভবিষ্যতে যদি কেউ এমন মিথ্যা প্রচার চালায়, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমায় কাজ করেছেন রুবেল। বিশেষ করে অ্যাকশন ছবির এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে অবশ্য নতুন কোনো সিনেমায় নিয়মিত দেখা যায়নি তাকে। সর্বশেষ রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি।

বর্তমানে রুবেল সুস্থ আছেন এবং নতুন কোনো প্রকল্পে কাজের খবর না থাকলেও তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, শিগগিরই আবার পর্দায় দেখা যাবে তাকে।

অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা (আসল নাম মাসুদ পারভেজ) সম্প্রতি অভিনয় জগত থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। শুধু অভিনয় নয়, রাজনীতিতেও আর সক্রিয় থাকবেন না বলে জানিয়েছেন তিনি।

সোহেল রানা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একজন উজ্জ্বল নাম। প্রযোজক হিসেবেও তিনি রেখেছেন অনন্য ভূমিকা। তার প্রতিষ্ঠিত ‘পারভেজ ফিল্মস’ থেকে নির্মিত হয়েছিল দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।

১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র অবলম্বনে নির্মিত সেই সিনেমা দিয়ে তিনি দর্শকহৃদয়ে স্থান করে নেন। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

আট মাসে দুদকের হানায় জব্দ ১৩ হাজার কোটি টাকার সম্পদ May 01, 2025
পাকি'স্তানের আকাশসীমা বন্ধে ভুগছে যুক্তরাষ্ট্রের যাত্রীরা May 01, 2025
সাকিবকে ছাড়িয়ে বিশ্বসেরাদের কাতারে এখন মিরাজ May 01, 2025
img
লোকসান কমাতে বিদ্যুতের দাম সমন্বয় করতে চায় ডেসকো-ওজোপাডিকো May 01, 2025
img
বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধির দাবি, ৫ মে সারাদেশে মানববন্ধন May 01, 2025
img
৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী May 01, 2025
img
‘দুয়া’ ঘরে, দীপবীর ডেটে! প্রেমে মশগুল তারকা দম্পতি May 01, 2025
img
জিমিনের ‘মিউজ’ অ্যালবাম গড়ল ইতিহাস May 01, 2025
img
এসডিএসের ৮০০ শতাংশ জমি নিয়ে জালিয়াতির অভিযোগ! May 01, 2025
img
বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ May 01, 2025