মা-বাবা হতে চলার পর অনেকটা সময় ক্যামেরার আড়ালে ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিন্তু বুধবার রাতে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁ থেকে যখন হাতে হাত ধরে বের হলেন তারা, তখন যেন চারপাশ এক মুহূর্তে আলোয় ভরে উঠল!
রণবীর-দীপিকার এই ডেট নাইট যে কতটা স্পেশাল ছিল, সেটা তাদের মুখের হাসিই বলে দিচ্ছিল। দীপিকা ছিলেন অফ হোয়াইট শার্ট আর নীল জিনসের সঙ্গে স্মার্ট ব্লেজারে, যেন ক্যাজুয়াল কিন্তু ক্লাসি একেবারে। খোলা চুল আর ঠোঁটের হালকা হাসিতে যেন চারপাশ ঠান্ডা হয়ে গেল! আর রণবীর? বরাবরের মতোই স্টাইলিস। সাদা টি-শার্টের ওপর কালো ব্লেজার, চোখে সানগ্লাস, চুল বাঁধা — একেবারে রণবীরসুলভ ‘কুল’ লুক!
এই দম্পতির ছোট্ট রাজকন্যা, দুয়া, অবশ্য বাড়িতেই ছিলেন। হয়তো মা-বাবার জন্য একটু ‘মি টাইম’ দরকার— আর সেটাই ছিল এই রাতের উদ্দেশ্য। পাপারাৎজি ঘিরে ধরলেও তারা থেমে গেলেন না। ক্যামেরার দিকে হেসে হাত নেড়ে, দীপিকা যেন বুঝিয়ে দিলেন—সব ঠিক আছে, জীবন সুন্দর!
দীর্ঘদিন পরে দীপিকার এমন চনমনে প্রকাশ, আর রণবীরের পাশে থেকে ওর যত্ন নেওয়া দেখে নেটিজেনরা বলছেন, “এটাই তো আসল প্রেম!”
বলিউডের এই পাওয়ার কাপল যেন প্রমাণ করেই দিলেন—সন্তান আসছে বলে জীবনে প্রেমের রং ফিকে হয় না, বরং আরও গভীর হয়।
এফপি/টিএ