বাংলাদেশের হয়ে খেলতে কানাডার ছাড়পত্র পেলেন সমিত সোম

বাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন এই মিডফিল্ডার। আজ দুপুরে এমনই তথ্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।পাসপোর্ট হাতে পাওয়ার পর সমিতকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে।

আজ-কালের মধ্যেই কানাডার টরোন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে পাসপোর্টের আবেদন করার কথা সমিতের। আগামী ১৫ মে প্যারাগুয়েতে হবে ফিফার ৭৫তম কংগ্রেস। সমিতের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য সেখানে গিয়ে ফিফার কাছে অনুরোধ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আজ সংবাদমাধ্যমকে ফাহাদ করিম বলেন, ‘আমাদের ধারণা ছিল এটা (ছাড়পত্র) হয়তো আমরা সামনের সপ্তাহে পাব। সাধারণত এ ক্ষেত্রে দুই তিন সপ্তাহ লেগে যায়। হামজার বেলায় প্রায় এক মাস লেগেছিল। আলহামদুলিল্লাহ, আজ সকালেই আমরা পেয়ে গেছি। আমাদের কেবল সাত-আটদিন লেগেছে।’

ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেললেও জাতীয় দলে কখনো সুযোগ পাননি হামজা চৌধুরী। তবুও তাঁর ক্ষেত্রে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্রায় তিন মাসের বেশি সময় নিয়েছিল। সেখানে কানাডার হয়ে ইতোমধ্যেই দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সমিত। ফাহাদ করিম বলেন, ‘কিছু প্রক্রিয়া কিন্তু আমাদের হাতে নেই। এক্ষেত্রে অনুরোধ করা ছাড়া আমাদের কিছু বলার থাকে না। সেই সাপেক্ষে আমরা একটি ধাপ পেরিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি সমিত কখন আমাদের টরোন্টো কনস্যুলেটে যাবেন (পাসপোর্ট করতে)।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে সমিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছ থেকে অনুমোদন পেতে হবে বাফুফের।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সরে দাঁড়াচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ May 02, 2025
img
আইন করে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন: মানুষের সুরক্ষার পক্ষে প্রিন্স মাহমুদ May 02, 2025
img
নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন May 02, 2025
img
পাহাড়ে পড়ে ছিল অসুস্থ হাতি, চিকিৎসা দিলো বন বিভাগ May 02, 2025
img
আ.লীগকে নিষিদ্ধ ও রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি: নাহিদ ইসলাম May 02, 2025
img
শ্রেয়াস আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা May 02, 2025
img
৭ বছর পর আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ে লোপেতেগি May 01, 2025
img
রদ্রি ও হলান্ডকে নিয়ে সুসংবাদ দিলেন ম্যান সিটি কোচ May 01, 2025
চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং থাকবে May 01, 2025
পাঠ্যবই থেকে মুসলিম শাসনের ইতিহাস বাদ দিচ্ছেন মোদি May 01, 2025