দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর, ফের মাঠে নামতে যাচ্ছে সেই সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। তবে এবারের আসর একেবারে নতুন রূপে হাজির হচ্ছে নাম পরিবর্তন হয়ে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। আসছে ৫ মে থেকে দেশের শীর্ষ তারকাদের ক্রিকেটের ময়দানে উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে পারবেন দর্শকরা।
এরইমধ্যে তারকারা মাঠে উপস্থিত হইয়ে ক্রিকেট চর্চা শুরু করেছেন।
সেখানেই কথা হলো চিত্রনায়িকা তানহা তাসনিয়ার সঙ্গে।
দেশের ক্রিকেট নিয়ে অভিনেত্রী বলেন, আমাদের কাজ হচ্ছে অভিনয় করা। আমরা চেষ্টা করি ভালো অভিনয় করার। তোমাদের কাজ হচ্ছে খেলা, তোমাদের উচিৎ ভালো করে খেলা।
এটা খুবই প্রেস্টিজিয়াস বিষয়। যখন দুই দেশের খেলা হয় তখন অন্য দেশের মানুষেরাও খেলা দেখা। ওরা যখন ভালো পারফর্ম্যান্স করে, আর আমাদের দেশের দল এতো পরে এসেও বাজে খেলে তখন মনে হয় তাদের ফোকাস কোথায়? আমার মনে হয় খেলায় তাদের ফোকাস আরো বেশি করা উচিৎ, কারণ তারা আমাদের দেশের প্রতিনিধি।
এক প্রশ্নের জবাবে তানহা তাসনিয়া জানালেন, তিনি অনেক রোমান্টিক এবং ছোটবেলা থেকেই শাহরুখের ফ্যান।
এ বিষয়ে বললেন, আমি শাহরুখকে ছোটবেলা থেকেই পছন্দ করি। সম্প্রতি আমি ভারতে গিয়েছিলাম। মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাসার সামনেও গিয়েছিলাম। শুনলাম এখন সে বাসায় তিনি থাকেন না, বাড়ির কাজ চলছে। শাহরুখ খান আমার ছোটবেলা থেকেই ক্রাশ।
‘ভোলা তো যায় না তারে’ ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিষেক হয় তার। এরপর ‘ধূমকেতু’ ছবি দিয়ে হালের কিং শাকিব খানের সাথে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করেন। তার অভিনীত তৃতীয় ছবি ‘ভালো থেকো’। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
এসএন