এপ্রিলে ড. ইউনূসকে ঘিরেই সর্বোচ্চ ভুল তথ্য ছড়ায়: রিউমর স্ক্যানার

বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এপ্রিলে ২৯টি ভুল তথ্য প্রচার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে, যা চলতি বছরের মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় ৮৩ শতাংশ ক্ষেত্রেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ-সংক্রান্ত এক প্রতিবেদন আজ প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, এপ্রিল মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ১২টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। ভুল তথ্যগুলোর ধরণ বুঝতে এগুলোকে রিউমর স্ক্যানার দুইটি আলাদা ভাগে ভাগ করেছে। সরকারের পক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিউমর স্ক্যানার দেখতে পেয়েছে যে, এসব অপতথ্যের প্রায় ৮৩ শতাংশ ক্ষেত্রেই সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

সরকারের উপদেষ্টাদের মধ্যে ড. আসিফ নজরুলকে জড়িয়ে ৩টি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে দুইটি, সৈয়দা রিজওয়ানা হাসানকে জড়িয়ে দুইটি, আ ফ ম খালিদ হোসেনকে জড়িয়ে একটি, শেখ বশিরউদ্দীনকে জড়িয়ে একটি এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে একটি ভুল তথ্য প্রচার শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

এছাড়া গত মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্টচেক থেকে গণনাকৃত এই সংখ্যার মধ্যে জাতীয় বিষয়ে সবচেয়ে বেশি ১০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের ৩৪ শতাংশ।

এছাড়া রাজনৈতিক বিষয়ে ৯৫টি, আন্তর্জাতিক বিষয়ে ৩৮টি, ধর্মীয় বিষয়ে ২৭টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ৮টি, শিক্ষা বিষয়ে ৭টি, প্রতারণা বিষয়ে ১০টি, খেলাধুলা বিষয়ে ৯টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। মার্চ মাসে ২৯৮টি ভুল তথ্য শনাক্ত হয়েছিল।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের ফ্যাক্ট চেক অনুসন্ধান টিমের অনুসন্ধানে প্রাপ্ত এসব ঘটনায় তথ্যকেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি ১৩৮টি। এছাড়া ভিডিওকেন্দ্রিক ভুল ছিল ১০৫টি এবং ছবিকেন্দ্রিক ভুল ছিল ৫৩টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ১৮০টি, বিভ্রান্তিকর হিসেবে ৬৬টি এবং বিকৃত হিসেবে ৪৮টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। এছাড়া, সার্কাজম বা কৌতুক হিসেবে হাস্যরসাত্মক ঘটনাকে বাস্তব দাবির প্রেক্ষিতে ফ্যাক্টচেক করা হয়েছে দুটি।

রিউমর স্ক্যানার জানায়, প্লাটফর্ম হিসেবে গত এপ্রিলে ফেসবুক পেইজে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে। সংখ্যার হিসেবে যা ২৭৬টি। এছাড়া ইউটিউবে ৫৪টি, ইনস্টাগ্রামে ৪৮টি, এক্সে ৪৪টি, টিকটকে ২৪টি, থ্রেডসে ১৩টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও। ১৪টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খেলাফত মজলিস আমিরের দাবি: শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা করা হোক May 02, 2025
img
মালাইকার প্রেমজীবন নিয়ে নতুন গুঞ্জন: ২০২৫ হবে তার জন্য শুভ বছর May 02, 2025
img
পহেলগাঁও হামলার বিচারিক তদন্তের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট May 02, 2025
img
আমেরিকান নামি-দামি ব্র্যান্ডের আসল দাম ফাঁস করে দিলো চীন May 02, 2025
img
জবাবদিহি আর ক্ষমতা জনগণের হাতে—নতুন রাষ্ট্রচিন্তা নিয়ে ফরহাদ মজহার May 02, 2025
img
শাহরুখের মতো রোমান্স কেউ পারে না—মাধবনের আক্ষেপ হারিয়ে যাওয়া প্রেমের গল্প নিয়ে May 02, 2025
img
পছন্দের দলকে ক্ষমতায় নিতে আইওয়াশের আয়োজন করছে ইসি: সারোয়ার তুষার May 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজসম্পদ চুক্তি: প্রতীকের রাজনীতি, বাস্তবতায় অনিশ্চয়তা May 02, 2025
img
চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল May 02, 2025
img
মুম্বাইয়ের সামনে টিকতেই পারল না রাজস্থান, শূন্য রানে ফিরলেন সুরিয়াভানশি May 02, 2025