রিমেকে কখনোই আগ্রহী ছিলেন না অক্ষয়। জীবনে বহু অফার পেয়েছেন; কিন্তু পায়ে ঠেলে দিয়েছেন।ডাক সাইটে নায়িকাদের নিয়েও রিমেক সিনেমায় অফার ছিল খিলাড়িখ্যাত এই নায়কের। কিন্তু সে পথ মাড়াননি।
ঘনিষ্ঠরা জানিয়েছেন, অভিনেতা এখন কিছু রিমেক প্রজেক্টের দিকে ঝুঁকছেন। যেগুলো নিয়ে নিজের হারানো গৌরব কিছুটা হলেও ফিরে আনা সম্ভব হতে পারে। কিন্তু জানেন কী, একসময় এ খ্যাতিমান অভিনেতাকে ব্যাপকভাবে প্রশংসিত বলিউড ক্লাসিক সিনেমার পুনঃনির্মিত সংস্করণে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ভাবা হয়েছিল? সেই সিনেমায় অক্ষয়ের নায়িকা ছিলেন বিদ্যা বালান।দুঃখের বিষয়, সিনেমাটি কখনও তৈরি হয়নি। আর সেটা নাকি অক্ষয়েরই সদিচ্ছার অভাবের কারণে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিজয় আনন্দের কাল্ট রোমান্টিক ড্রামা ‘গাইড’র রিমেকের জন্য অক্ষয় কুমার এবং বিদ্যা বালানকে নির্বাচিত করা হয়েছিল। সিনেমাটির নামকরণ করা হয়েছিল ‘রাহগীর’। যদি সেই সময় সিনেমাটি নির্মিত হতো, তাহলে অক্ষয় কুমার এবং বিদ্যা বালান কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ এবং প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রেহমান অভিনীত চরিত্রগুলোতে অভিনয় করতেন। কিন্তু সেটা হয়নি।
অক্ষয় নাকি তখন সময় দিতে পারেননি। কারণ তখন তিনি বিদ্যাকে নিয়েই ‘ভুল ভুলাইয়া’, ‘হেই বেবি’ এবং ‘মঙ্গল মঙ্গল’ মতো সিনেমাগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। আর রিমেকের প্রতি তার কোনো আগ্রহ ছিল না।
বিখ্যাত নির্মাতা বিজয় আনন্দ (তিসরি মঞ্জিল, জুয়েল থিফ) পরিচালিত ‘গাইড’ ১৯৬৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি আর.কে. নারায়ণের ১৯৫৮ সালের ইংরেজি ভাষার উপন্যাস ‘দ্য গাইড’র ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সিনেমাটির মূল কাহিনি একজন ফ্রিল্যান্স ট্যুর গাইড (দেব আনন্দ অভিনীত)কে অনুসরণ করে, যিনি একজন বয়স্ক প্রত্নতাত্ত্বিকের অবহেলিত স্ত্রীর (ওয়াহিদা রেহমান) সঙ্গে দেখা করেন এবং প্রেমে পড়েন।
এরপর পরিস্থিতি নাটকীয় মোড় নেয় এবং নায়ক ও অন্যদের জীবনকে এমনভাবে বদলে দেয় যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। গাইড সমালোচকদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং বক্স অফিসে হিট হয়েছে। এটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীসহ একাধিক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছে। তাছাড়া, এটি অস্কারে সেরা বিদেশি ভাষার সিনেমা হিসাবে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবেও নির্বাচিত হয়েছিল।
এ সিনেমাই এখন আবারও পুনর্নির্মাণের কথা শোনা যাচ্ছে। সেখানে কী অক্ষয় থাকছেন? সঙ্গে বিদ্যা? এমন প্রশ্ন সামনে আসাটাই স্বাভাবিক।
‘গাইড’ এমন একটি কালজয়ী সিনেমা যা এখনো আধুনিক দর্শকদের জন্য পুনর্নির্মাণ করা যেতে পারে। তবে কাস্টিং এবং পরিচালককে অবশ্যই যথাযথ হতে হবে বলে বিজ্ঞদের মতামত। নেটিজেনরা বলছেন, অক্ষয় কিংবা বিদ্যা এখন ‘বুড়ো বুড়ি’। তাই রণবীর কাপুর বা রণবীর সিংয়ের মতো অভিনেতাদের আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করার কথা বিবেচনা করা যেতে পারে।নির্মাতা হিসাবে সঞ্জয় লীলা বনসালি, রাজকুমার হিরানি কিংবা জোয়া আখতারই নেটিজেনদের প্রথম পছন্দ।
এমআর/এসএন