ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নারীকে কটূক্তিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসি-সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাইল সদর ইউনিয়নের মোগলটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে চলে হামলা-পাল্টা হামলা।

স্থানীয় সূত্র জানায়, পুরনো শত্রুতা থাকায় দুই গ্রামের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। ঘটনার সূত্রপাত হয় যখন চানমনি পাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী হালিমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে ধান ভাঙাতে মোগলটুলা এলাকার এক রাইস মিলে যান। সেখানে তৌহিদ মিয়া নামে এক যুবক হালিমাকে কটূক্তি করেন, যার প্রতিবাদ করলে সাইফুলের সঙ্গে তার কথা-কাটাকাটি এবং হাতাহাতি হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ঘটনাস্থলে গেলে তাদেরও লক্ষ্য করে হামলা হয়। তারা দুজনেই আহত হন।

এ ঘটনায় সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ইউএনও, ওসি ও পুলিশের আরও ৪–৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন,
“ঝগড়ার খবর পেয়ে পরিস্থিতি ঠেকাতে গিয়েছিলাম। কথায় কথায় সংঘর্ষের এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”


এসএস

Share this news on: