ফের আনচেলত্তিকে পাওয়ার চেষ্টা, সময় বেঁধে দিলো ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল প্রধান কোচ সিসেবে কার্লো আনচেলত্তিকে পাওয়ার প্রথম চেষ্টা শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপের পরপরই। সেই দফায় ব্যর্থ হওয়ার পর দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ) কয়েক মাস আগে আরও একবার কোমর বেঁধে নামে। এই দফায় তারা সফলতার কাছাকাছিই ছিল। মৌখিকভাবে কথা পাকাপোক্ত হয়ে যায়, তবে সবাইকে চমকে দিয়ে হঠাৎই সেই অবস্থান থেকে সরে যান আনচেলত্তি।

মূলত রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এখনই ছাড়তে চাচ্ছেন না তাদের ইতালিয়ান এই কোচকে। এমনকি এই মুহূর্তে ক্লাব ছাড়লে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির যে অর্থ দেওয়ার কথা ছিল তা তো দেবেন–ই না, সঙ্গে কোনো এক্সিট-ফিও দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। সেই চাপেই ব্রাজিলের কোচ হওয়ার পথ থেকে উল্টো ঘুরেন আনচেলত্তি। তবে ব্রাজিল এখনও হাল ছাড়েনি। এখনও তারা এই রিয়াল কোচকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তার সামনে একটি নতুন সময়সীমাও বেঁধে দিয়েছে সিবিএফ।

সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) কার্লো আনচেলত্তির জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। লা লিগায় তারা রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা কতটা তা নিশ্চিত হতে চায়। বর্তমানে লস ব্লাঙ্কোসরা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুইয়ে রয়েছে। ১১ মে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল মুখোমুখি হবে এল ক্লাসিকোতে। সেই ম্যাচেই রিয়ালে ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যাবে। ব্রাজিলও এরপর আরও কিছুদিন অপেক্ষা করতে চায় আনচেলত্তির জন্য।

সিবিএফ চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে। এদিকে, কিছুদিনের মধ্যেই ভবিষ্যৎ ক্লাবটিতে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে উভয়পক্ষ আলোচনায় বসার কথা রয়েছে। রিয়ালের এই কোচ ব্রাজিলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাছাকাছিই ছিলেন। কিন্তু মাদ্রিদ ছাড়ার সময় আর্থিকভাবে লোকসানের শঙ্কা সেই পথে দেয়াল তৈরি করেছে।

লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটি হতে পারে ২৪ অথবা ২৫ মে। যেখানে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামবে। আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি তিনি বরখাস্ত হন তবে চুক্তির পুরো অর্থই পাবেন। সেই সম্ভাবনা তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বিদায় এবং বার্সেলোনার কাছে হেরে কোপা দেল রের শিরোপা হাতছাড়া হওয়ার পর। কিন্তু আনচেলত্তি নিজ থেকে দায়িত্ব ছাড়লে আর কোনো আর্থিক লেনদেন করবেন না ফ্লোরেন্তিনো পেরেজ।

রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ নির্ভর করছে যে ম্যাচের ওপর

ভিন্ন ভিন্ন সূত্রের বরাতে ইএসপিএন বলছে, ব্রাজিলের দায়িত্ব নিতে আনচেলত্তি মাদ্রিদ ছেড়ে গেলে সিবিএফের কাছে তার ক্ষতিপূরণ প্রত্যাশা করে রিয়াল। স্প্যানিশ ক্লাবটি সাধারণত কোনো কোচকে বরখাস্তের পর চুক্তির বাকি সময়ের অর্থসহ ৬ মাসের ‘বিচ্ছেদজনিত প্যাকেজ’ বহন করে। অন্য সূত্র জানায়, আনচেলত্তি দায়িত্ব ছাড়লে মাদ্রিদ ‍পুরো অর্থ না দিলেও পারিশ্রমিকের কিছু অংশ দিতে পারে, যা তারা সমন্বয় করবে ব্রাজিলের সঙ্গে। এই কোচকে পেতে সেলেসাও উদগ্রীব থাকলেও, তার বিকল্প হিসেবে আল-হিলাল কোচ জর্জ জেসুস ও পালমেইরাসের আবেল পেরেইরার সঙ্গেও যোগাযোগ রেখেছে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হ্যামস্ট্রিং চোটে ভুগছেন দেম্বেলে, আর্সেনালের বিপক্ষে খেলা অনিশ্চিত May 03, 2025
আ.লীগ নিষিদ্ধে রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা: নাহিদ ইসলাম May 03, 2025
বিএনপি নেতা মির্জা আব্বাসের যে কথার পাল্টা জবাব ছাত্র জনতার May 03, 2025
img
লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেবে চেলসি May 03, 2025
img
ওটিটিতে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’ May 03, 2025
img
প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি May 03, 2025
img
গাজায় হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলের May 02, 2025
img
আজ রাতে সৌদিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস May 02, 2025
img
মেয়ের জন্মের পর কতটা পরিবর্তন এসেছে দীপিকার জীবনে? May 02, 2025
img
নাফ নদী থেকে ধরে নেওয়া ৪ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি May 02, 2025