সাংবাদিক সুরক্ষায় দ্রুত আইন করতে হবে : কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, আংশিক সত্য কখনো সাংবাদিকতা নয়। পুরোপুরি সত্যটাই সংবাদ, সাংবাদিকতা। সত্য-মিথ্যা মিশ্রণে গল্প হয়, সাংবাদিকতা হয় না। সঠিক তথ্যেই সাংবাদিকতা করতে হবে।

সাংবাদিকতা রোধে ৩২টি আইন আছে। কিন্তু সাংবাদিক সুরক্ষায় কোনো আইন নেই। সাংবাদিকদের সুরক্ষায় দ্রুত আইন প্রণয়ন করতে হবে।

আজ শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ : গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী আরো বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা ভারত থেকে যখন দেশে ফিরেছিলেন তখন সংবাদ সম্মেলনে যা ঘটেছিল তা ইতিহাসের নিকৃষ্টতম দালালি। এর চেয়ে নিকৃষ্টতম দল দাসগিরি আর হতে পারে না। প্রশ্ন করার কথা ছিল যেসব চুক্তি হয়েছে তা নিয়ে।

কিন্তু আমরা দেখলাম বলা হচ্ছে হাসিনা আন্তর্জাতিক নেত্রী। তার নোবেল পাওয়া উচিত। ভবিষ্যতে কেউ যাতে গণমাধ্যমকে এমন নিচু স্তরে নামাতে না পারে তার ব্যবস্থা নিতে হবে।

তিন সাংবাদিকের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টাকে প্রশ্ন করা নিয়ে তিনি বলেন, যেখানে জাতিসংঘ নিজে তদন্ত করে দেড় হাজার প্রাণহানি নিশ্চিত হয়েছে সেখানে একজন উপদেষ্টাকে একই প্রশ্ন বারবার করে বিব্রত করা সাংবাদিকতা নয়। তারা কী জুলাই অভ্যুত্থানের সেই রক্তপাত অস্বীকার করছেন? তারা যা করেছেন তা সাংবাদিকতার কোনো স্তরেই পড়ে না।

সাংবাদিকদের দায়বদ্ধতা শুধু মাত্র এদেশের জনগণের প্রতি থাকবে। কোনো ক্ষমতাবান ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ থাকবে না।

সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে ৬৪ জন সাংবাদিক হত্যা করা হয়েছে। একটা হত্যাকাণ্ডেরও বিচার হয়নি।

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৭ বার পেছানো হয়েছে। তাই খুব শিগগিরই সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করতে হবে এবং তা কার্যকর করতে হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সিএমইউজে সভাপতি ও বাসসের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহনওয়াজ। এতে ধারণাপত্র উপস্থাপন করেন বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি, বাবার স্বাস্থ্য ও নিরাপত্তা ইস্যুতে হতাশা প্রকাশ May 03, 2025
img
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত May 03, 2025
img
গণমাধ্যমের সকল কালো আইন বাতিলের দাবি ডিআরইউর May 03, 2025
img
টিকটককে ইইউর ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা May 03, 2025
img
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার May 03, 2025
img
আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত May 03, 2025
img
মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয় May 03, 2025
img
জনগণের অভিপ্রায় বোঝেনি অন্তর্বর্তী সরকার—বগুড়ায় ফরহাদ মজহার May 03, 2025
img
সীমান্তে ছবি তুলতে যাওয়া মামা-ভাগিনাকে ধরে নিয়ে গেছে বিএসএফ May 03, 2025
img
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গ্রেফতার May 03, 2025