দেশ গঠনে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে : রফিকুল আমীন

বাংলাদেশ আ-আম জনতা পার্টির আহ্বায়ক ড. মো. রফিকুল আমীন বলেছেন, ‘মহান মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের ভূমিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’

মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দিবসটি পালন উপলক্ষে আ-আম জনতা পার্টি ‘জুলাই আন্দোলনে শ্রমিকের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করে। 

সভায় ড. রফিকুল আমীন বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক-শ্রমিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। আ-আম জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে শ্রমিকের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।’

সভায় দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, ‘আ-আমজনতা পার্টি শ্রমিকের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে। আগামীতে শ্রমিকদের সংসদের পাঠানোর জন্য আমরা কাজ করব, ১২ ঘণ্টা কাজ করেও বেতনের জন্য আন্দোলন করতে হয়।

এই বৈষম্য দূরীকরণে কাজ করব।’

অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতৃবৃন্দের বক্তৃতা করেন।

সরকারের কাছে শ্রমিকদের অধিকারের ৬ দফা দাবি তুলে ধরা হয়। বলা হয়, ভূমিহীন কৃষি শ্রমিকদের পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় ভূমিসহ কৃষি উৎপাদন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

জাতীয় সংসদে কৃষিজীবী-শ্রমজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কৃষি শ্রমিকদের সারাবছর কাজের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চরাঞ্চল ও বিভিন্ন সরকারি ফসলী খাস জমি ভূমিহীন কৃষক-শ্রমিকদের মধ্যে বণ্টন করতে হবে। কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষিপণ্য ভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। মাফিয়া চক্রের হাত থেকে কৃষক-শ্রমিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ আজ May 03, 2025
img
আরসিবিতে সবচেয়ে পছন্দ-অপছন্দের ক্রিকেটারের নাম ফাঁস করলেন কোহলি May 03, 2025
ভারতে নিষিদ্ধ হলো আফ্রিদির ইউটিউব চ্যানেল May 03, 2025
পুরোনো আইফোন থেকে বিদায় নিচ্ছে হোয়াটসঅ্যাপ! May 03, 2025
যাত্রীদের ক'ষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব না'ক'চ খালেদা জিয়ার May 03, 2025
নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইলেন তারেক রহমান May 03, 2025
ভাবি’ শব্দ নিয়ে আ'প'ত্তি জানিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা আখতার May 03, 2025
img
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর May 03, 2025
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ May 03, 2025
img
মিয়ানমার সীমান্তে বিভিন্ন তৎপরতা হুমকি মনে করছে না বাংলাদেশ May 03, 2025