জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৩ সদস্যের এই দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ডাক পেয়েছেন। তাদের মধ্যে দুজন আছেন অভিষেকের অপেক্ষায়।
ঘরোয়াতে পারফর্ম করে এবার জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন স্যাম কুক। এই পেসার এখনো টেস্ট ক্যাপ পাননি। এ ছাড়া জর্ডান কক্সও ইংলিশদের হয়ে প্রথমবার টেস্ট খেলার অপেক্ষায় আছেন। এর আগেও স্কোয়াডে ছিলেন কক্স। তবে সেবার চোট পেয়ে তার স্বপ্ন শেষ হয় তার।
অন্যদিকে, কুক কাউন্টি ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক বোলারদের একজন। তিনি ১৯.৭৭ গড়ে ৩১৮টি উইকেট শিকার করেছেন। এ ছাড়া ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। এমন পারফরম্যান্সই তার জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।
এদিকে দীর্ঘদিনের বিরতির পর দলে ফিরেছেন জশ টাং। সর্বশেষ ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে লর্ডস টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৪ উইকেট শিকারের পর তাকে আবার দলে নেয়া হয়েছে।
ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার এই টেস্ট ম্যাচটি ২১ থেকে ২৫ মে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হবে। ২০০৩ সালের পর টেস্ট খেলতে নামছে দুই দল।
ইংল্যান্ড স্কোয়াড-
জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), জর্ডান কক্স (উইকেটকিপার), স্যাম কুক, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, ম্যাথিউ পটস ও জশ টাং।
এমআর/টিএ