সীমান্তে পতাকা বৈঠক, বিজিবি-বিএসএফ ফেরত দিলো দুই দেশের নাগরিকদের

দিনাজপুরের বিরল সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে। এর বদলে, গ্রামবাসীদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত পাঠিয়েছে।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার পর বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুইজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম।

এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলার-সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসী ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।

জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনা জানাজানি হলে প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ওই দুই ভারতীয় নাগরিক হলেন—ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। রাতে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে উভয় দেশের নাগরিকদের স্ব-স্ব বাহিনীর কাছে হস্তান্তর করে নিষ্পত্তি করা হয়েছে।

এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সংস্কারের নামে শুভঙ্করের ফাঁকি দেখতে পাচ্ছি: ফারুক May 04, 2025
img
সীমান্তে উত্তেজনা, মোদীর কণ্ঠে সন্ত্রাসবিরোধী কঠোর বার্তা May 04, 2025
img
শুরু হচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি May 04, 2025
img
মে মাসে বাড়বে তাপ, থাকবে ঝড়-বৃষ্টি, আশঙ্কা ঘূর্ণিঝড়েরও May 04, 2025
img
ফকিরেরপুলের কাছে হেরে পিছিয়ে পড়ল চট্টগ্রাম আবাহনী May 04, 2025
img
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক May 04, 2025
img
চার মাসে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে May 04, 2025
img
৫০ বছরে অনেককেই দেখেছেন এবার জামায়াতকে নির্বাচিত করেন, আহ্বান জামায়াত নেতার May 04, 2025
img
নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা May 03, 2025
বিমানে বিএনপি নেত্রীর নিরাপত্তা সংকট! সরিয়ে দেওয়া হয়েছে কেবিন ক্রু May 03, 2025