বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী দল : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আমাদের আন্দোলনের আংশিক বিজয় অর্জিত হয়েছে।পরিপূর্ণ বিজয় এখনো অর্জন হয়নি। বিএনপি কচুপাতার ওপর পানি নয় যে, ধাক্কা দিলেই পড়ে যাবে। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী একটি রাজনৈতিক দল।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রিন্স অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, বিএনপি আপনাদের শর্তহীনভাবে সমর্থন দিয়েছে। এখনো দিয়ে যাচ্ছে। আমরা যদি সমর্থন না দিই আপনাদের কোন পর্যায়ে পড়তে হবে সেটা বুঝতে হবে। আমরা সেদিকে যেতে চাই না।

তিনি বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। সেদিন কয়েকজন উপদেষ্টা এমনকি প্রধান উপদেষ্টাও বললেন, জনগণ নাকি তাদের চলে যেতে বলছে না। আমরাও আপনাদের চলে যেতে বলছি না। কিন্তু আমরা একটা দ্রুত নির্বাচন চাই। তারা বলেন, জনগণ নাকি তাদের আরও ক্ষমতায় দেখতে চায়। আমার গ্রামের বাজারে কৃষি শ্রমিকের হাট বসে। তাদের সঙ্গে কথা বলেছি, তাদের একটাই কথা ‘ভাই নির্বাচন কবে’। আমরা জনগণের সঙ্গে কথা বলি, জনগণের সঙ্গে ওঠা-বসা করি। আপনাদের মতো এয়ারকন্ডিশন রুমে বসে কথা বলি না। জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়।

প্রিন্স বলেন, আজকে নির্বাচনকে প্রলম্বিত করা মানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে এ দেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যারা এ মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। এসব কথা যারা বলছে তারা জনগণকে ভয় পায়। ব্যালট বক্সকে ভয় পায়। আর বিএনপি এসব ভয় পায় না।

তিনি বলেন, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন আমরা তাদের স্যালুট জানাই। তার মানে এই নয়, যা ইচ্ছা তাই করবেন। জনগণের অধিকার কেড়ে নেবেন, জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করতে দেবেন না। জনগণের রায় প্রতিফলিত হতে দেবেন না। এটা বিএনপি মানে না, জনগণও মানে না।

আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা May 04, 2025
img
রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ববির বিতর্কিত ঘটনার তদন্তে কমিটি গঠন May 04, 2025
img
ডিবি সেজে চাঁদাবাজি, আসল ডিবির হাতে আটক ২ May 04, 2025
img
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে May 04, 2025
img
একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা May 04, 2025
img
গত সরকারের ৮০০ মিলিয়ন ডলার ঋণ অন্তর্বর্তী সরকার শোধ করেছে: পান্না May 04, 2025
img
যমুনা তীর রক্ষা প্রকল্পের ব্লকসহ গ্রেফতার ৬ May 04, 2025
img
ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকার প্রতারণা, স্বামী-স্ত্রী আটক May 04, 2025
img
কুরআনকে জানার জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে: ঢাবি উপাচার্য May 04, 2025
img
আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান চৌধুরী May 04, 2025