হ্যামস্ট্রিং চোটে ভুগছেন দেম্বেলে, আর্সেনালের বিপক্ষে খেলা অনিশ্চিত

আর্সেনালের মাঠে ম্যাচ চলাকালীন উসমান দেম্বেলের হঠাৎ মাঠ ছাড়ার ঘটনায় যে শঙ্কা জেগেছিল, সেটিই সত্যি হয়েছে। হ্যামস্ট্রিং চোটে ভুগছেন পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড।

আগামী শনিবার লিগ আঁ-র ম্যাচে স্ত্রাসবুরের বিপক্ষে খেলবেন না ২৭ বছর বয়সী দেম্বেলে। তবে চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে ফিরবেন কি না—তা এখনো নিশ্চিত নয়। পিএসজির কোচ লুইস এনরিকে জানিয়েছেন, তিনি এখনো আশাবাদী।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন দেম্বেলে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে তিনি ৩৩টি গোল করেছেন। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটিও।

তবে সেই ম্যাচ শেষ করতে পারেননি তিনি। ৭০তম মিনিটে মাঠ ছাড়ার পর সরাসরি চলে যান ড্রেসিং রুমে।

শুক্রবার স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেম্বেলের চোট নিয়ে কোচ এনরিকে বলেন, “আগামীকাল (শনিবার) সে খেলবে না, এটা নিশ্চিত।”

চোটের অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে বলে জানিয়েছেন এনরিকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে তাকে ঝুঁকিতে ফেলতে নারাজ তিনি।

এসএস

পিএসজির লিগ শিরোপা ইতোমধ্যেই নিশ্চিত। তাই স্ত্রাসবুরের বিপক্ষে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হতে পারে কি না—এই প্রশ্নের জবাবে এনরিকে বলেন, “আমরা যা করে এসেছি, সেটাই করব। পিএসজির জার্সি গায়ে প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটি খেলব চ্যাম্পিয়ন্স লিগ ও ফরাসি কাপের ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে। অপরাজিত থাকার রেকর্ড আমাদের মূল অনুপ্রেরণা নয়।”

Share this news on:

সর্বশেষ

img
শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা May 04, 2025
img
রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ববির বিতর্কিত ঘটনার তদন্তে কমিটি গঠন May 04, 2025
img
ডিবি সেজে চাঁদাবাজি, আসল ডিবির হাতে আটক ২ May 04, 2025
img
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে May 04, 2025
img
একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা May 04, 2025
img
যমুনা তীর রক্ষা প্রকল্পের ব্লকসহ গ্রেফতার ৬ May 04, 2025
img
ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকার প্রতারণা, স্বামী-স্ত্রী আটক May 04, 2025
img
কুরআনকে জানার জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে: ঢাবি উপাচার্য May 04, 2025
img
আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান চৌধুরী May 04, 2025
img
সংস্কারের নামে শুভঙ্করের ফাঁকি দেখতে পাচ্ছি: ফারুক May 04, 2025