কয়েক বছর আগেও যিনি দক্ষিণের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, আজ তিনিই খুঁজছেন নিজের নতুন জায়গা। পূজা হেগড়ে—টালিউডের সেই ‘কুইন’, যাঁর ক্যারিয়ার একের পর এক ফ্লপের ধাক্কায় যেন দিকভ্রান্ত। রাধে শ্যাম, আচার্য, কিসি কা ভাই কিসি কি জান, দেবা—এই তালিকা যেন শেষই হচ্ছে না। আর ঠিক তখনই তিনি ফিরছেন নিজের পুরোনো ভরসার জায়গায়, তামিল ইন্ডাস্ট্রিতে।
এই ফিরে আসার বাহন হচ্ছে সুরিয়া অভিনীত নতুন চলচ্চিত্র ‘রেট্রো’। পরিচালনায় রয়েছেন কার্তিক সুব্বারাজ, মুক্তির দিনও ঘোষণা হয়েছে—২০২৫ সালের ১ মে। এই ছবিতেই পূজা হাজির হচ্ছেন একদম নতুন রূপে। না, এখানে নেই কোনও ঝলমলে গ্ল্যামার লুক। বরং, তাঁকে দেখা যাবে এক ঐতিহ্যবাহী নারীর চরিত্রে, একেবারে ডিগ্ল্যাম লুকে। এই পরিবর্তনই এখন চর্চার কেন্দ্রে।
ছবির ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল। দর্শকরা যেমন চমকে উঠেছেন পূজার এই রূপান্তর দেখে, তেমনই প্রশ্নও উঠছে—এই কি তবে তাঁর নতুন শুরু? যাঁকে নিয়ে বলা হচ্ছিল তিনি আর পারেন না, তাঁর চাহিদা কি এখনও আছে? প্রযোজকদের উত্তর স্পষ্ট—হ্যাঁ। কারণ ‘রেট্রো’ চলচ্চিত্রের জন্য পূজা হেগড়ে নিয়েছেন মোটা অঙ্কের পারিশ্রমিক। অর্থাৎ, তাঁর ‘তারকা মূল্য’ এবং ব্যাপক আকর্ষণ এখনো প্রযোজক মহলে অটুট।
সবচেয়ে বড় কথা, ‘রেট্রো’ যদি হিট হয়, তবে এটা শুধু একটা ছবি নয়, পূজার জন্য হতে পারে একটা নতুন অধ্যায়ের সূচনা। অনেকেই বলছেন, এটা হতে পারে ‘পূজা হেগড়ে ২.০’-এর শুরু। কারণ এরই মধ্যে তাঁর হাতে রয়েছে আরও চারটি তামিল ছবি। দরকার কেবল একটিমাত্র সফলতার ধাক্কা।
তাই এবারের ছবি শুধু কামব্যাক নয়, এটি যেন তাঁর নিজের ওপর রাখা এক সর্বস্ব বাজি। সময় বদলেছে, তাই কৌশলও পাল্টেছেন পূজা। এবার দেখার, এই বদল তাঁকে কোথায় নিয়ে যায়। ১ মে কি হতে চলেছে তাঁর মুক্তির দিন?
এফপি/এস এন