ফেনীর ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়নের দেবপুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ বেলাল (৫০) নামে এক দিনমজুর মৃত্যু হয়েছে। মৃত বেলাল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।
শনিবার (৩ মে) দুপুরে দিনমজুর হিসেবে মাঠে ধান কাটার সময় ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জানাগেছে, ফেনীতে দুপুর ২ টার দিকে প্রচণ্ড রকমের বজ্রপাতসহ বৃষ্টি হয় তখন মাঠে ধান কাটা অবস্থায় বেলাল ব্যস্ত থাকায় নিরাপদ জায়গায় পৌঁছাতে পারে নাই। বজ্রপাতের শব্দে তার শরীরের স্বাভাবিক কার্যক্রম থমকে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
ছাগলনাইয়া থানার এসআই রাফিদ গণমাধ্যমকে জানান, নিহত বেলালের বাড়ি লক্ষ্মীপুরে। বজ্রপাতে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।