Nani বনাম Raghav Juyal: ‘The Paradise’-এ স্বর্গের নামে নরক যুদ্ধ!

Natural Star Nani এখন রয়েছেন দারুণ ফর্মে — HIT 3 মুক্তি পাচ্ছে ১ মে, আর এরপরই নজর তাঁর পরবর্তী বিগ বাজেট প্রজেক্ট The Paradise-এর দিকে।

এই সিনেমা নিয়ে উত্তেজনা আগেই ছিল, কিন্তু এখন এক গুঞ্জনে যেন আগুনে ঘি পড়েছে — এই ছবিতে মুখ্য ভিলেন চরিত্রে দেখা যেতে পারে Kill-এর রক্তপিপাসু খলনায়ক Raghav Juyal-কে!

এক সময়ের কমেডি ড্যান্সার, আজকের ফিনিশিং-মুভ-ওয়ালা ভয়ঙ্কর ভিলেন — Raghav-এর মেটামরফোসিস দেখে বলিউড-টলিউড দুই ইন্ডাস্ট্রিই রীতিমতো কাঁপছে। আর যদি সত্যিই তাঁকে The Paradise-এ নেওয়া হয়, তাহলে Nani বনাম Raghav হতে চলেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ইনটেনস হিরো-ভিলেন ফেসঅফ।

পরিচালনায় থাকছেন Dasara খ্যাত Odela Srikanth, মিউজিকে রয়েছেন Anirudh Ravichander — মানে আবেগ আর অ্যাড্রেনালিন একসঙ্গে!

Sudhakar Cherukuri-র প্রযোজনায় এই ছবির শুটিং শুরু হবে মে মাসে। প্রথমেই রেকর্ড করা হবে Nani-র শৈশবের ফ্ল্যাশব্যাক দৃশ্য, যা নাকি পুরো গল্পের আবেগময় ভিত্তি তৈরি করবে। মুক্তির দিন ঘোষণা করা হয়েছে — ২৬ মার্চ, ২০২৬।

সব মিলিয়ে ‘The Paradise’ এখন শুধুই একটা সিনেমা নয়, বরং এক ভয়ানক দ্বন্দ্বের মঞ্চ — যেখানে স্বর্গের মুখোশের নিচে চাপা পড়ে আছে এক ভয়ংকর নরক!

🔥 এখন শুধু অপেক্ষা — Raghav Juyal-এর নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা কবে হবে!

Share this news on: