শিগগির চালু হচ্ছে ইউটিউব শর্টসে নতুন ৫ সুবিধা

সামাজিক যোগাযোগমাধ্যমে আকারে ছোট ভিডিও এখন বেশ জনপ্রিয়। তাই ছোট ভিডিও সহজে তৈরির পাশাপাশি আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতে শর্টসে একাধিক নতুন সুবিধা চালু করছে ইউটিউব।

গুগল ডিপমাইন্ডের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সুবিধাগুলো কাজে লাগিয়ে নির্মাতারা দ্রুত আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দেখে নেওয়া যাক ইউটিউব শর্টসে নতুন যেসব সুবিধা চালু হচ্ছে—

অ্যাপ-ভিত্তিক উন্নত ভিডিও সম্পাদনা

শর্টসের অ্যাপভিত্তিক ভিডিও সম্পাদনা সুবিধা আরও উন্নত করছে ইউটিউব। এর ফলে নির্মাতারা সহজেই ভিডিও ক্লিপের দৈর্ঘ্য কমানো-বাড়ানো, পছন্দমতো গান ও বার্তা যুক্ত করতে পারবেন। পাশাপাশি ক্লিপের বিন্যাস পরিবর্তন বা নির্দিষ্ট ক্লিপ বাদও দিতে পারবেন।

ভিডিওর সঙ্গে গানের মিল

অনেকেই ভিডিওতে বিভিন্ন গান যুক্ত করেন। নতুন সুবিধা চালু হলে ভিডিও ক্লিপগুলো স্বয়ংক্রিয়ভাবে গানের সুর ও বিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এতে আলাদাভাবে ভিডিও ও গানের সুর মেলানোর প্রয়োজন হবে না।

ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরি

ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরির সুবিধা পাওয়া যাবে ইউটিউবে। এতে ভিডিও নির্মাতারা সহজেই নিজেদের ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে শর্টস টেমপ্লেট তৈরি করতে পারবেন। শুধু তা-ই নয়, চাইলে শর্টস টেমপ্লেটে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল ইফেক্টও যুক্ত করতে পারবেন তারা।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্টিকার

প্রম্পট দিয়ে সহজেই এআইনির্ভর স্টিকার তৈরি করে ভিডিওতে যুক্ত করা যাবে। এর ফলে নিজেদের তৈরি ভিডিওকে সৃজনশীল ও আকর্ষণীয় করতে পারবেন নির্মাতারা।

জেনারেটিভ এআই টুল

ব্রেইনস্টর্মিং বাডি নামের নতুন জেনারেটিভ এআই টুল ব্যবহার করা যাবে ইউটিউবে। টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা ভিডিও তৈরির নতুন ধারণা, উপযুক্ত শিরোনাম ও আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী দর্শকদের চাহিদা পূরণের জন্য কন্টেন্ট প্ল্যাটফর্ম ইউটিউব তার উন্নত ডাবিং টুলও নিয়ে আসছে। তবে এই বৈশিষ্ট্যগুলো চালু করার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
টিকে/এসএন

Share this news on: