কোহলির সঙ্গে শুবমানের তুলনা করলেন জাদেজা

আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্স আছে দুর্দান্ত ফর্মে। তার অন্যতম প্রধান কারণ তাদের অধিনায়ক শুবমান গিলের আগুনে ফর্ম। সে ছন্দটা তিনি গেল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও ধরে রেখেছেন। ৩৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন। তাতে তার দলও জিতেছে ৩৮ রানে।

চলতি আসরে তার ফিফটির সংখ্যা দাঁড়াল ৫ এ, এটি ছিল তার টানা তৃতীয় ফিফটি। ১০ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করেছেন তিনি। এই সময়ে তার সংগ্রহ ৪৬৫ রান। এই রান গুজরাটকে প্লে-অফ দৌড়ে শক্ত অবস্থানে রেখেছে। বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তার দল গুজরাট টাইটান্স।

গিলের এই ধারাবাহিক ব্যাটিং মুগ্ধ করেছে অনেককেই। তেমনই গুণমুগ্ধদের একজন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। তার মুগ্ধতার রেশ এতটাই যে, তিনি শুবমানকে কোহলির সঙ্গেই তুলনা করে বসলেন এবার। হায়দরাবাদ ম্যাচ শেষে তিনি বলেন, ‘গিলের জন্য এখন যেন সবকিছুই স্বাভাবিক। এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখে মনে হয়, আমাদের দেশে যেমন বিরাট কোহলি আছে, গিলও কোনো অংশে কম নয়। তাদের ব্যাটিংয়ের ধরনেও মিল আছে—দুজনই খুব কম রিস্ক নেয়, নিজের উইকেটকে অনেক মূল্য দেয়। বোলারের ভুলের অপেক্ষা করে, অযথা শট খেলতে যায় না।’

জাদেজা মনে করেন, গিলের স্কিল সবসময়ই অসাধারণ ছিল, তবে এবারের ইনিংসে তার ব্যাটিংয়ে নতুন কিছু যোগ হয়েছে। তিনি বলেন, ‘আজ যেভাবে কভার ড্রাইভ খেলেছে, যেভাবে মিড-উইকেট দিয়ে কামিন্সকে ছক্কা মারলো—এগুলো নতুন মাত্রা। শক্তিও দেখাচ্ছে, সৌন্দর্য তো ছিলই। সব মিলিয়ে, আজকের ইনিংস ছিল পূর্ণতা পাওয়া এক ব্যাটসম্যানের পরিচয়।’

ফিল্ডিংয়েও গুজরাট টাইটান্স ছিল দুর্দান্ত। বিশেষ করে রশিদ খানের প্রায় ৩২ মিটার দৌড়ে নেওয়া ডাইভিং ক্যাচটি নিয়ে জাদেজা বলেন, ‘যতটা না ক্যাচ, তার চেয়ে বেশি ছিল মনোভাবের বহিঃপ্রকাশ। রাজস্থানের বিপক্ষে হারের পর আজ যেন দলটা ফিরে আসার জন্য সবকিছু দিয়ে দিয়েছে। এমন এনার্জি আমি গুজরাটের ফিল্ডিংয়ে আগে দেখিনি। এটা ছিল জয়ের ক্ষুধা।’

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান May 07, 2025
img
হামলায় অংশ নেয় ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান : পাকিস্তান May 07, 2025
img
উত্তেজনার মাঝেই ভারতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন May 07, 2025
img
কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল May 07, 2025
img
নতুন অটোরিকশার জন্য থাকবে আলাদা ভাড়ার চার্ট ও পার্কিং May 07, 2025
img
সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ May 07, 2025
img
অভিনয়ে মেহজাবীন, ব্যক্তিত্বে সাই পল্লবী May 07, 2025
img
সালমান এফ রহমান পরিবারের ৯৪ কোম্পানির শেয়ার ফ্রিজ May 07, 2025
img
পাকিস্তানকে উচিত জবাব! ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উচ্ছ্বসিত বলিউড তারকারা May 07, 2025
img
সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহর জরুরি বৈঠক May 07, 2025