উত্তেজনার মাঝেই ভারতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন

কাল ভোররাত থেকে পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি হামলা চলছে। এতে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই পরিস্থিতির মধ্যেই আগামী শুক্রবার (৯ মে) ভারতের অরুণাচল প্রদেশে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল গতকাল ভারত পৌঁছেছে। অনুশীলনও করেছে আজ (বুধবার) বিকেলে।

আজ ঘণ্টাখানেক অনুশীলন শেষে বাংলাদেশ অ-১৯ দলের কোচ গোলাম রব্বানী ছোটন এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা কাল এক দীর্ঘ ভ্রমণ করেছি। এজন্য কাল সম্পূর্ণ বিশ্রাম ছিল। আজ প্রথম ট্রেনিং সেশন করেছি।

ছেলেরা বেশ চনমনে ছিল, ভালো ট্রেনিং সেশন হয়েছে। ছেলেরা যদি স্বাভাবিক খেলা খেলতে পারেন, আমরা ভালো কিছু নিয়েই ফিরতে পারব ইনশা-আল্লাহ।’

সেন্ট্রাল ডিফেন্ডার আশিকুর রহমান বলেন, ‘আজ আবহাওয়া বেশ ভালো ছিল। আমরা প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে জিততে চাই। এরপর ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনালে যাব।’

পাক-ভারত যুদ্ধ চলমান থাকলেও এর রেশ অরুণাচলে পড়েনি। তাই বাফুফে খুব বেশি চিন্তিত নয়। এরপরও ফেডারেশন যুব দলের সঙ্গে যোগাযোগ রাখছে সার্বক্ষণিক। এই বিষয়ে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটা সাফের টুর্নামেন্ট। সাফ আছে, এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) আছে। কোনো সমস্যা হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে স্বাগতিক দেশ। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তাদের সঙ্গে। এখন পর্যন্ত কোনো এফেক্ট বা ইস্যু হয়নি। আমরা আশা করি কোনো রকম কিছু হবে না।’

সাফ অ-১৯ টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করছে না। এই প্রতিযোগিতায় স্বাগতিক ভারতের পাশাপাশি খেলবে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। সফরকারী দেশের মধ্যে বাংলাদেশই সবার আগে ভারত পৌঁছেছে। আজকের মধ্যে অন্য দেশগুলোরও অরুণাচল পৌঁছানোর কথা। পাক-ভারত বৈরিতায় ক্রীড়াঙ্গনেও প্রভাব পড়বে স্বাভাবিকভাবে। চলমান যুদ্ধের মধ্যে সাফ অ-১৯ টুর্নামেন্ট হতে যাচ্ছে ভারতের একটি অন্যতম ক্রীড়া আয়োজন।

আরএম/এসএন



Share this news on: