আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে স্রোতের প্রবল টানে নিখোঁজ হয়েছে জান্নাতুল আক্তার (১৬) নামে এক কিশোরী। শনিবার (৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

জান্নাতুল শিবচরের উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। জানা গেছে, শুক্রবার চরশ্যামাইল এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল সে।

সে স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে (৭) নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়ের কাছাকাছি পানিতে নেমে গোসল করছিল তারা। এক পর্যায়ে ঢেউ ও স্রোতে টানে নদের গভীরে চলে যায় জান্নাতুল।

এ সময় তাবাসসুম হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে পারেনি। পরে তাবাসসুম বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জান্নাতুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরীর চাচা মো. সোহেল বলেন, ‘আমার ভাতিজি আমার বোনের বাড়িতে বেড়াতে গেছে গতকাল। আজ দুপুরে আমরা খবর পাই গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা কালু সরদার বলেন, ‘দুপুরে বৃষ্টির সময় জান্নাতুল ও তার ফুপাতো বোন নদে গোসল করতে যায়। কিছু সময় পর তাবাসসুম বাড়িতে এসে আমার কাছে বলে জান্নাতুলকে স্রোতে টেনে নিয়ে গেছে। তাবাসসুম চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেনি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. লিয়াকত হোসেন বলেন, ‘শিবচর ফায়ার সার্ভিস থেকে আমাদের জানালে দুইজন ডুবুরি নিয়ে বিকেল ৪ টা থেকে উদ্ধারে নামি। নদে স্রোত রয়েছে। ধারণা করা হচ্ছে স্রোতের টানে দূরে চলে গেছে। তারপরও আমরা নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছি।’

আরএ/এসএন


Share this news on:

সর্বশেষ

img
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া : আপিল বিভাগে তথ্য দাখিল May 04, 2025
img
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী সালেম বিন বুরাইক May 04, 2025
img
ব্রাজিল না রিয়াল? ২৫ মে’র আগে মুখ খুলছেন না আনচেলত্তি May 04, 2025
img
নারীদের প্রতি বিদ্বেষ বাড়ছে : বাঁধন May 04, 2025
img
অনুশীলনে ফিরলেন বেলিংহ‍্যাম, ছিটকে গেলেন রদ্রিগো May 04, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ May 04, 2025
img
সৌরজগত অন্বেষণে রাশিয়াকে স্বাগত জানাবে নাসা May 04, 2025
খালেদা জিয়ার ফেরা নিয়ে জলঘোলা, সফর সূচিতে পরিবর্তন! May 04, 2025
img
ভারতের আধিপত্যবাদ উপড়ে ফেলা হয়েছে জুলাই অভ্যুত্থানে : নাসের রহমান May 04, 2025
img
সিঙ্গাপুরে টানা ১৪ বারের মতো ক্ষমতায় পিএপি May 04, 2025